WB assembly election 2021 LIVE : 'আগামী ২ মে ফাইনাল ম্যাচ হবে', বয়ালে চ্যালেঞ্জ মমতার

Last Updated: Monday, March 29, 2021 - 15:58
WB assembly election 2021 LIVE : 'আগামী ২ মে ফাইনাল ম্যাচ হবে', বয়ালে চ্যালেঞ্জ মমতার

29 March 2021, 15:30 PM

  • মাস্ক পরে ভোট দিতে যাবেন, নইলে ভিন রাজ্যের পোশাক পরা পুলিসরা এসে ভোট দিতে দেবে না।
  • ২ নম্বরে চিহ্নে আমার নামটা আছে। ঠিক চিহ্নে ভোটটা দেবে।
  • ভোট দেওয়ার পর ভিভিপ্যাটে দেখে নেবেন। 
  • আগামী ২ মে ফাইনাল ম্যাচ হবে।
  • একটা করে বাক্স খুলবে আর ঘাসফুল বের হবে।
  • আর কারও ইচ্ছেমতো চলবে না মেদিনীপুর।
  • মেদিনীপুর মেদিনীপুরবাসীর ইচ্ছেয় চলবে।

29 March 2021, 15:15 PM

বয়ালের সভামঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

29 March 2021, 14:00 PM

  • ভিভিপ্যাট মেশিন দেখে নেবেন। ভোটটা ঠিক করে দিতে হবে।
  • কে কোথায় টাকা খেয়ে আছে জানি না।
  • পিছনে টাকা দেখাচ্ছে।

29 March 2021, 14:00 PM

  • কাঁথিতে উত্তরপ্রদেশের ২০টা গুন্ডা ধরা পড়েছে। কোন গুন্ডা হামলা করেছে আর কারা টাকা দিয়েছে, সেটা ধরে দিলে পুরস্কার দেব। 
  • যারা গণহত্যা করল, তাদের নিয়ে বেরিয়ে পড়ল।
  • ভয় পাবেন না, নন্দীগ্রাম আন্দোলনকে জয়ী করেছি।
  • ওরা ভয় দেখাবে, গ্রাম থেকে বেরতে দেবে না। ভয় পাবেন না।

29 March 2021, 14:00 PM

যে গদ্দাররা এখন বড় বড় কথা বলছেন তাঁরা তৃণমূলের জন্মের সময় ছিলেন না। ওনারা তখন তৃতীয় হয়েছিলেন। ছাগলের তৃতীয় সন্তান হয়েছিলেন! তৃণমূলের জন্মের সময় ওরা কাঁথি থেকে দাঁড়ায়নি। কংগ্রেসে ছিল। একদিন এমন দিন আসবে যখন ঘরকা না ঘাটকা হয়ে যাবে।

29 March 2021, 13:45 PM

আগামী মে মাস থেকে সব বিধবা ভাতা পাবেন। ১৮ বছর বয়স থেকে সব বিধবা ভোট পাবেন। দুয়ারে সরকারে গিয়ে আবেদন করবেন। কৃষকবন্ধুরা ১০ হাজার টাকা করে পাবেন। দিঘাতে তাজবন্দরে ৫০ হাজার ছেলেমেয়ের কাজ হবে।

29 March 2021, 13:45 PM

  • ভোটের দিন ভয় দেখাবে বিজেপি। পুলিসের পোশাক পরে ভয় দেখাবে। আমার কাছে খবর আছে বিজেপি পুলিসের পোশাক কিনেছে।
  • কাঁথিতে উত্তরপ্রদেশের ২০টা গুন্ডা ধরা পড়েছে। সেটা ধরে দিলে পুরস্কার দেব। 

29 March 2021, 13:45 PM

"নন্দীগ্রামে ভূমি আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কেস। সেই কেসে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। পরে ওরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেস শুরু করে। এখন সুপ্রিম কোর্টে সেই কেস চলছে। একমাত্র অধিকারী পরিবারের নামে কোনও কেস নেই। কেন অধিকারী পরিবারের বিরুদ্ধে কোনও কেস নেই? সেদিন পুলিসকে ওরা ডেকে নিয়ে এসেছিল।"

29 March 2021, 13:30 PM

  • নন্দীগ্রামটা আমি দিয়েছিলাম। কারণ নন্দীগ্রামটা আমার খুব প্রিয়। এদিকে আন্দোলনের সময় বাপ-বেটা কাউকে দেখা যায়নি। যাঁরা সেদিন খুন করল, সিপিআইএমের হার্মাদ, তাঁরা আজকে বিজেপিতে। আর গদ্দার তাদের নেতা।
  • এটা আমার দোষ। আমি ভাবতেও পারিনি, যে ছেলেটাকে আমি সেচমন্ত্রী করেছি, বাবা-ভাইকে পদ দিয়েছি, একজনের ১০টা পদ! এতকিছু করার পর এখন অনেক টাকা হয়ে গিয়েছে! তাই বিজেপি ধরছে... টাকা বাঁচাতেই বিজেপি তাই বন্ধু হয়েছে।

29 March 2021, 13:30 PM

  • সারা বাংলায় ভোট চলছে। আমার এক পায়ে চোট আছে ঠিকই, কিন্তু আরেকটা পা ভালো আছে। হ্যাঁ, এক পায়ে চোটের কারণে প্রেসার ফল করে পড়ে যেতে পারি! কিন্তু আমার মনে হল, মা-বোনেরা যদি এত কষ্ট করে আসতে পারে, তাহলে আমিও যেভাবে পারি যাবই।
  • বিরুলিয়ায় মিটিংয়ের পর বিহার না উত্তরপ্রদেশের গুন্ডাবাহিনী গুন্ডামি করতে যায়। একটা ছেলের হাত ভেঙেছে। সে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। ৪-৫টে বাইক আটকানো হয়েছে।
  • নির্বাচন গণতন্ত্র হলে গুন্ডামি কেন? গুন্ডামি করে কারা, যারা ম্যাচের আগেই ম্যাচ হেরে বসে আছে। অন্যদের গুন্ডামি করার প্রয়োজন পড়ে না।
  • এই কদিনে ৩ জন তৃণমূল কর্মী খুন হয়েছে। বিজেপির একজন কুচবিহারে আত্মহত্যা করে, তাই নিয়ে মিথ্যে কথা বলে মিছিল করে ওরা।
  • টুইট করে শাহ বলছেন, বাংলার কী হাল! উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানের কী হাল! মিথ্যে কথা বলে টুইট করে।

29 March 2021, 13:15 PM

নন্দীগ্রাম ঠাকুরচকের সভামঞ্চে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্বের প্রচারে আজ নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু ৩ বনাম ৫-এর লড়াই! একদিকে মুখ্যমন্ত্রী যখন রোড শো করে ঠাকুরচকে পৌঁছন, ঠিক তখনই শুভেন্দু অধিকারীও গ্রামের মাঠ ধরে হেঁটে প্রচার করেন।

29 March 2021, 12:30 PM

মমতার রোড শো ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিস পুলিসে ছয়লাপ গোটা পথ। CIF ও EFR ও এসেছে। CIF হল কাউন্টার ইনসারজেন্সি ফোর্স।

 

29 March 2021, 12:00 PM

অন্যদিকে শুভেন্দুরও বয়াল ২ নম্বর পঞ্চায়েতে, ভেটুরিয়ায়, জয়কালীতে ও ঘোলপুকুরে সভা করার কথা রয়েছে।

29 March 2021, 12:00 PM

আজ নন্দীগ্রামে ঠাকুরচক, বয়াল ২ নম্বর পঞ্চায়েত ও আমেদাবাদ হাইস্কুলের মাঠে ৩টি জনসভা রয়েছে মমতার। তার আগে রেয়াপাড়া ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

29 March 2021, 12:00 PM

১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। সেদিন ভোট রয়েছে নন্দীগ্রামেও। আর এবারের ভোটে এপিসেন্টার নন্দীগ্রাম। মমতা বনাম শুভেন্দু, হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। তার আগে আজ সোমবার নন্দীগ্রামে শেষ পর্বের প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।