লক্ষ্য দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য, বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated: Wednesday, January 27, 2021 - 16:13
লক্ষ্য দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য, বৈঠকে মুখ্যমন্ত্রী

27 January 2021, 15:45 PM

  • ১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ
  • ৬৪ লাখ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে
  • ৩,৮১,৬০৪ জন পরিযায়ী শ্রমিককে নতুন জব কার্ড দেওয়া হয়েছে।
  • রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।

27 January 2021, 15:45 PM

করোনা ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত পুরকর্মীদের। চিঠি দিয়ে তাদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব পুরসভায় এই চিঠি যাচ্ছে।

27 January 2021, 15:45 PM

  • 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান নামে ২টি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
  • 'চোখের আলো' প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০,০০০-এর বেশি চশমা বিতরণ কর্মসূচির এদিন সূচনা করলেন মুখ্যমন্ত্রী
  • রাজ্য সরকারের প্রকল্প 'চোখের আলো' 

 

27 January 2021, 15:45 PM

রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথীর আওতায় এলে খুশি হব : Mamata
স্বাস্থ্যসাথীর পুরো টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে : Mamata
৫ লাখ টাকার স্বাস্থ্যবিমায় মানুষ বেসরকারি হাসপাতালে চিকিতসা করাতে পারবেন : Mamata

 

27 January 2021, 15:45 PM

সবাইকে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে : Mamata
সবুজ সাথী প্রকল্পে এক কোটিরও বেশি সাইকেল দেওয়া হয়েছে : Mamata

 

27 January 2021, 15:45 PM

মুখ্যমন্ত্রী বলেন-  

  • দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া রাজ্য জুড়ে।
  • বিনামূল্যে রেশনে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
  • পরিবারে যতজন সদস্য থাকবে, প্রত্যেকে ৫ কেজি করে চাল পাবেন।

 

27 January 2021, 15:30 PM

লক্ষ্য দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য। নবান্নে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের সব জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মসূচিকে মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতেই এই প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' নামে দুটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী