Kultali News: বাবার রোজগার ছিল ৮০০ টাকা, বিড়ি বেঁধে স্বপ্নপূরণের লক্ষ্যে মেয়ে...

তথাগত চক্রবর্তী: লড়াইয়ের নাম পল্লবী মন্ডল৷ বিড়ি বেঁধে নিজের স্বপ্ন সফল করার লক্ষ্যে কুলতলির পল্লবী৷ এবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় সে ৷ ৪৪২ নম্বর পেয়ে স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ার অধিকারী পল্লবী ৷ সংসার চালাতে মায়ের সঙ্গেই বিড়ি বাঁধার কাজের সাহায্য করে সে ৷ তবে পড়াশুনার ও নিজের স্বপ্নপূরণে যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নিজের হাতেই সে প্রতিদিনের নিজের টার্গেট লিখে রেখেছে, যা তার ঘরের দরজায় লাগানো ৷ 

আরও পড়ুন, Dark Skin Taunts: স্ত্রীর অপরাধ, গায়ের রং কালো! স্বামীর বিরুদ্ধে জোর করে টাকা আদায়-মারধরের অভিযোগ...

কুলতলির বাসিন্দা পল্লবী মন্ডল ৷ বাবা বুদ্ধিশ্বর মন্ডল একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন৷ তবে তিনি যে আয় করেন তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়৷ সরকারি স্কলারশিপে নার্সিং পড়ে সংসারের হাল ফেরাতে চায় পল্লবী ৷ ছোটবেলা থেকেই পল্লবীর পড়াশোনায় ঝোঁক বলে জানা গিয়েছে ৷ তাকে কখনও পড়তে বসার কথা বলতে হয়নি ৷

মা টুকটুকি মন্ডল জানান, স্কুল থেকে এসে তাকে পড়াশুনার ফাঁকে ফাঁকে বিড়ি বাঁধার কাজে সাহায্য করত পল্লবী ৷ মাসি মাধবী নস্কর জানান জানান পল্লবীকে নিয়ে তারা গর্বিত ৷ বাবা বুদ্ধিশ্বর মন্ডলের বক্তব্য, অভাবের কারণে বেশীদুর পড়াশুনা করতে পারেননি ৷ ৬ মাসের পল্লবীকে রেখে তাকে শহরে আসতে হয়েছিল কাজে ৷ তখন মাসে ৮০০ টাকা পেতেন, আজ ওভারটাইম করে নিজের আয় আট হাজার টাকায় নিয়ে গিয়েছেন ৷

যদিও তার বক্তব্য, মাঝেমধ্যেই তার কাজ থাকে না ৷ এছাড়া পল্লবীর পড়াশুনার জন্য নানান সময় তাকে লোনও নিতে হয়েছে ৷ কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাইস্কুলের ছাত্রী পল্লবী ৷ এই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল জানান তার বিশ্বাস আগামী দিনে স্কুলের নাম উজ্জ্বল করবে পল্লবী৷ 

আরও পড়ুন, West Bengal News LIVE Update: স্পিকার হচ্ছেন ওম বিড়লা, উপ-রাষ্ট্রপতি কংগ্রেস থেকে: সূত্র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
south 24-parganas kultali despite-extreme-financial-hardship Pallabi mondal helps her mother of tying bidi aims to make his dream come true
News Source: 
Home Title: 

বাবার রোজগার ছিল ৮০০ টাকা, বিড়ি বেঁধে স্বপ্নপূরণের লক্ষ্যে মেয়ে...

Kultali News: বাবার রোজগার ছিল ৮০০ টাকা, বিড়ি বেঁধে স্বপ্নপূরণের লক্ষ্যে মেয়ে...
Caption: 
নিজস্ব ছবি
Yes
Is Blog?: 
No
Section: