29 September 2024, 08:30 AM
South 24 Paragana: সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে, গভীর রাতে তাঁর ডান হাতে তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ কামড় দেয়। জ্বালা করতেই ঘুম ভাঙে ওই বধূর। যদিও সাপটিকে দেখতে পাননি। ঘুম থেকে তড়িঘড়ি উঠে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায়। পরিবারের লোকজন তাঁকে নিয়ে রাতেই স্থানীয় এক ওঝার বাড়িতে হাজির হয়। এরপর চলে ওঝার দাদাগিরি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝে বধূর পরিবারের লোকজন সেখানে থেকে উদ্ধার করে, সকালে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা ওই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে সরদার পরিবারে।
29 September 2024, 08:15 AM
North Bengal Flood Situation: রবিবার তিস্তা নদীর দোমহানী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত এবং এনএইচ ৩১ জলঢাকা নদীর মাথাভাঙ্গার পাশাপাশি মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা অব্যাহত বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়।