21 September 2023, 23:00 PM
ধ্বনি ভোটে এবার রাজ্যসভায়ও পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। পক্ষে ভোট দিলেন ২১৫ জন সাংসদই। একটি ভোটও পড়েনি বিপক্ষে। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। আইনে পরিণত হওয়ার পথে মহিলা সংরক্ষণ বিল।
21 September 2023, 21:15 PM
অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডি মামলার রায়দান আগামিকাল শুক্রবার। রায়দান করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ মামলায় রক্ষাকবচ পাবেন কিনা,তা আগামিকাল পরিষ্কার হয়ে যাবে।
21 September 2023, 21:15 PM
তখন বৃষ্টি পড়ছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দেওয়ালে ধাক্কা মারল পুলিসের একটি গাড়ি! দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে দুর্ঘটনার কবলে পড়ল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
21 September 2023, 19:45 PM
জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে কানাডা। কানাডার নাগরিকদের ভারতে ভিসা বাতিল করার পর এনিয়ে এবার সরব হল ভারত। সাংবাদিক সম্মেলনে আজ একথা বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
21 September 2023, 19:45 PM
মণিপুরে ফের কারফিউ
21 September 2023, 17:30 PM
ভারতে এমবিবিএস পাস করলেই চিকিত্সা করা যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে।
21 September 2023, 16:00 PM
এশিয়ান গেমসে প্রথম জয় ভারতের। সুনীলই ত্রাতা। ১-০ গোলে ভারত হারাল বাংলাদেশকে।
21 September 2023, 14:00 PM
'বেস্ট ট্যুরিজম ভিলেজ অফ ইন্ডিয়া'র বিরল সম্মান মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর
21 September 2023, 13:00 PM
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ডেঙ্গির প্রকোপ। আক্রান্ত ৫ ছাত্র। ৪ জন হাসপাতালে। আজ সরজমিনে খতিয়ে দেখতে হস্টেলে ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। বিভিন্ন জায়গায় পাওয়া গেল ডেঙ্গি মশার লার্ভা। ভাঙা মদের বোতলে ডেঙ্গি মশার লার্ভা।
21 September 2023, 12:45 PM
নিপা সন্দেহে আইডিতে ভর্তি থাকা ব্যক্তির নমুনা পাঠানো হল পুনের এনআইভিতে।
21 September 2023, 12:30 PM
কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত সরকার।
21 September 2023, 11:45 AM
মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী দোলা সেন
21 September 2023, 11:45 AM
খালিস্তানি সন্ত্রাসবাদী সুখা দুনেকে কানাডায় আন্তঃদলীয় সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গিয়ছে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন।
দুনেকে পঞ্জাবের মোগার একজন ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ছিলেন। তিনি ২০১৭ সালে একটি জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে যান। তিনি সন্ত্রাসবাদী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং খালিস্তান এবং কানাডার সঙ্গে সংযুক্ত ৪৩ জন গ্যাংস্টারের একজন যা গতকাল সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে।
21 September 2023, 10:30 AM
খেজুরিতে গভীর রাতে ব্যাপক বোমাবাজি বাড়িঘর ভাঙচুর আহত তৃণমূল কংগ্রেসের প্রায় চারজন। অভিযোগ গতকাল খেজুরি ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিতে বিজেপি জয়লাভ করার পর এমন তান্ডব চালাচ্ছে বিজেপি দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার বিজেপির।
21 September 2023, 10:30 AM
গোপন সূত্রে খবর পেয়ে হুগলির কুখ্যাত ডন অমিত ঘোষকে সোদপুরে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল খরদহ থানার পুলিস
21 September 2023, 10:30 AM
গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে মালবাজার মহকুমা জুরে। আর এই বৃষ্টিকে কাজে লাগিয়েই রাতে অন্ধকারে চালসার বড় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। পুজোর আগে এই ভাবে চুরির ঘটনা, চিন্তা বারিয়ে দিলো এলাকার মানুষের।
21 September 2023, 10:30 AM
পাঞ্জিপাড়ায় প্রধানকে শ্যুট আউটের ঘটনার তদন্ত নিয়ে এখনও মুখ খোলেনি পুলিস। তবে পুলিঃ সুত্রে জানা গিয়েছে প্রধানকে আক্রমন চালানোর সময় তার বাইকেই ছিলেন কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত সদস্য মহাম্মদ মুস্তাফা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
পাশাপাশি এদিন সকালেই কলকাতা থেকে পাঞ্জিপাড়াতে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। মৃত প্রধান মহাম্মদ রাহীর বাড়িতে গয়ে পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
21 September 2023, 10:30 AM
আগামী বছর ১৬ জানুয়ারী প্রথম আগরতলা থেকে দিল্লি যাওয়ার পথে মালদা ছুঁয়ে যাবে রাজধানী এক্সপ্রেস।ইতিমধ্যেই রেল দপ্তর এমন বিজ্ঞপ্তি জারি করেছে।মালদাবাসীর দীর্ঘদিন দাবি জানিয়েছিলেন এই রাজধানী এক্সপ্রেস চালুর জন্য। অবশেষে ট্রেনটি চালু হওয়াতে খুশি মালদাবাসী।
21 September 2023, 10:30 AM
দমদম নাগেরবাজারের বাগানবাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার। দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ৭২ বছরের কল্যাণ ভট্টাচাৰ্য এই বাগানবাড়িতে একাই থাকতেন। সল্টলেকে থাকা তার আত্মীয়রা যখন তাকে ফোনে পাচ্ছিলেন না সেই সময় যখন এই বাড়িতে এসে খোঁজাখুঁজি করেন ঠিক সেই সময় তারা দেখতে পায় বাইরে থেকে তালা দেওয়া এবং ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে।
21 September 2023, 10:30 AM
আজও রাজ্যের বেশ কিছু জেলায় রেইনি ডে পরিস্থিতি থাকবে। দক্ষিনবঙ্গে মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির এই স্পেল চলবে শনিবার পর্যন্ত।