West Bengal News LIVE Update: অগ্নিমূল্য জগদ্ধাত্রীপুজোর বাজার! সবজিতে ছ্যাঁকা, আকাশছোঁয়া পিঁয়াজ...

Bengal News LIVE Update: '২০০৭ এর ১০ই নভেম্বর "নতুন সূর্যোদয়"-এর নামে "রক্তাক্ত সূর্যোদয়"-এর ইতিহাস আমাদের পক্ষে ভোলা অসম্ভব।'

Last Updated: Sunday, November 10, 2024 - 11:07
West Bengal News LIVE Update: অগ্নিমূল্য জগদ্ধাত্রীপুজোর বাজার! সবজিতে ছ্যাঁকা, আকাশছোঁয়া পিঁয়াজ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

10 November 2024, 11:00 AM

Canning: থানার মধ্যে ফিনাইল খেয়ে আত্মহত্যা চেষ্টা করল এক নাবালিকা। ঘটনাটি ঘটছে ক্যানিং থানার মধ্যে। অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। ঘটনার কথা জানতে পেরে ক্যানিং থানা পুলিশ তড়িঘড়ি ওই নাবালিকাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তার শারীরিক অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে ওই নাবালিকা আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন। 

10 November 2024, 11:00 AM

BJP Membership Day: আজ বিজেপির সদস্যতা অভিযানের মেগা দিন। হাতে আর মাত্র ২০ দিন। শাহ এর দেওয়া শাহী টার্গেট পূরণ এ আজ ময়দানে সুকান্ত শুভেন্দু শমীক রা। লক্ষ পূরণ হবে কি?

10 November 2024, 11:00 AM

Bypoll Election 2024: রবিবাসরীয় প্রচারে সাত সকালে বাঁকুড়া তালডাংরা বিধানসভার গৌউড় বাজার এলাকায় বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী ফালগুনী সিংহ বাবু। সাতসকালে এলাকার একটি মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করলেন তিনি।

10 November 2024, 11:00 AM

Bangaon: অন্তঃসত্ত্বা গৃহবধূর চিকিৎসায় গাফিলতি, আর তার কারণেই প্রাণ গেল ওই গর্ভবতী মায়ের। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতি অভিযোগ দায়ের করা হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে।

10 November 2024, 07:45 AM

Suvendu Adhikari's post on Nandigram: নন্দীগ্রাম নিয়ে আজ, রবিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন-- 'নন্দীগ্রাম, শুধুমাত্র একটা নাম বা জায়গার নাম নয়। নন্দীগ্রাম হল আন্দোলনের মাটি, রক্ষার মাটি, আশ্রয়ের মাটি, বিশ্বাসের মাটি। ২০০৭ এর ১০ই নভেম্বর "নতুন সূর্যোদয়"-এর নামে "রক্তাক্ত সূর্যোদয়"-এর ইতিহাস আমাদের পক্ষে ভোলা অসম্ভব। লড়াইটা ছিল অত্যাচারী, দাম্ভিক শাসকের বিরুদ্ধে অধিকার আদায়ের লড়াই। সেই লড়াই নন্দীগ্রাম জিতেছে, মেদিনীপুর জিতেছে। অশুভ শক্তির বিরুদ্ধে, দাম্ভিকতার বিরুদ্ধে নন্দীগ্রাম আগেও রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

'আজ রক্তস্নাত সূর্যোদয়ের ১৭তম বর্ষপূর্তি। রক্তাক্ত বিভীষিকাময় সেই দিনে নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি।'