22 March 2024, 12:30 PM
I vehemently condemn the arrest of Arvind Kejriwal, the sitting elected Chief Minister of Delhi elected by the people. I have personally reached out to Smt Sunita Kejriwal to extend my unwavering support and solidarity. It's outrageous that while elected opposition CMs are being…
— Mamata Banerjee (@MamataOfficial) March 22, 2024
22 March 2024, 10:15 AM
৫২ ঘণ্টা অতিক্রান্ত। স্বরূপ বিশ্বাসের বাড়িতেই ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা। সূত্রের খবর, প্রচুর ডিজিটাল নথি উদ্ধার করেছেন আধিকারিকরা। মোবাইল ফোন ঘেঁটে একাধিক কনভারসেশনও দেখা হচ্ছে। বাড়িতে রয়েছেন জুঁই বিশ্বাস ৮১ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর।
22 March 2024, 09:15 AM
সকাল সকাল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুরে নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। তিনটি গাড়িতে করে ইডি আধিকারিকরা পৌঁছেছেন।
22 March 2024, 09:15 AM
চেতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে মহিলা জওয়ানও রয়েছে। চেতলা থানা এলাকার বিভিন্ন রাস্তায় রুট মার্চ করেন জওয়ানেরা। সঙ্গে চেতলা থানার পুলিস আধিকারিকরা ছিলেন।
22 March 2024, 09:00 AM
বিহারের সুপোলে কোশি নদীর উপর নির্মীয়মান ব্রিজের গার্ডার ভেঙে পড়ে ৮/১০ জন শ্রমিক চাপা পড়েছে। ভারতমালা প্রকল্পের অন্তর্গত কোশি নদীর উপর সাড়ে ১০ মিটার এই সেতুটি তৈরির কাজ চলছিল। আজ সকাল ৭ টার নাগাদ এই ঘটনা ঘটেছে বিহারের সুপলের বকোরে।
22 March 2024, 08:30 AM
বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের শুনানি হল না। ভ্যাকেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি হবে না।
22 March 2024, 08:30 AM
22 March 2024, 08:30 AM
জেলা জুড়েই চলছে নাকা চেকিং। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই শুরু হয়েছে আদর্শ আচরন বিধি। ভোটের জন্য অবৈধ ভাবে টাকা নিয়ে যাওয়া। কিংবা নেশার সামগ্রী পাচার হচ্ছে কিনা সেই দিকেও লক্ষ রাখতে নির্দেশ দিয়েছে কমিশন। আর এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে চলে যাওয়া ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় নাকা চেকিং করতে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিন তারা জাতীয় সড়ক ধরে চলে যাওয়া সমস্ত গাড়ি গুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করেন। নাকা চেকিং-এ নেত্রীত্বে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিস সুপার শোভনিক মুখোপাধ্যায়,জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিস কর্মীরা। এ ধরনের নাকা জেলা জুড়েই চলছে বলে পুলিস সূত্রে জানা যায়।
22 March 2024, 08:30 AM
কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়িতে।