West Bengal News LIVE Update: কিঞ্জল নন্দের তথ্য তালাশে আরজি কর অধ্যক্ষকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর।

Last Updated: Saturday, January 25, 2025 - 16:13
West Bengal News LIVE Update: কিঞ্জল নন্দের তথ্য তালাশে আরজি কর অধ্যক্ষকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

25 January 2025, 16:15 PM

Kinjal Nanda: আর জি করের অধ্যক্ষ কে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। কিঞ্জল নন্দকে নিয়ে রয়েছে প্রশ্ন। কি করে তিনি সিনেমা করার সময় পান বা ছুটি কি করে পান এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

25 January 2025, 13:45 PM

স্কুলের মধ্যে আত্মঘাতী শিক্ষক ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রীনপার্কে ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে ৷ গ্রীনপার্ক থানা এলাকার ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক রাজেশ রজক (২৮) ৷ নরেন্দ্রপুর থানা এলাকারই রামচন্দ্রপুরে তার বাড়ি ৷ স্কুলে হিন্দি পড়াতেন ৷ স্কুলের চাবি তার কাছেই ছিল ৷ আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে ৷ খুঁজতে খুঁজতে স্কুলে গেলে ক্লাসরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায় ৷ 

25 January 2025, 13:45 PM

সম্প্রতি কলকাতায় একের পর এক হেলে পড়েছে বহুতল। এই অবস্থায় নয়া নির্দেশিকা জারি করল পুর নগরউন্নয়ন দফতর। বাড়ি তৈরির ক্ষেত্রে সয়েল টেস্ট বাধ্যতামূলক করা হলো। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে হবে সয়েল টেস্ট। যে কোম্পানি কাজ করবে তার পারদর্শিতা সম্পর্কে আগে যাচাই করে নিতে হবে। সয়েল টেস্টের রিপোর্ট আসার পরেই বাড়ি তৈরির অনুমতি মিলবে। কলকাতা সহ রাজ্যের সমস্ত পৌরসভাগুলির ক্ষেত্রে একই নিয়ম চালু করা হলো। ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাছে এই নির্দেশিকা এসে পৌঁছেছে। 

25 January 2025, 09:00 AM

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই ছাত্র। বছর ১০ ও বছর ১৫ ছাত্রের আহত হওয়ায় চাঞ্চল্য ছড়ালো বসিরহাটের বাদুড়িয়া থানার আড়বেলিয়ার ঘটনা। তাদেরকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় আরজিকরে নিয়ে আসা হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 

25 January 2025, 09:00 AM

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। বাড়তি বিড়ম্বনা হিসেবে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা দিয়েছে তার।আজ সকাল ১১টা নাগাদ ফের মেডিকেল বোর্ডের সদস্যরা,তার চেক আপ করবেন। 

25 January 2025, 09:00 AM

ঝড়ের বেগে এগোচ্ছে কাজ। ২৬ তারিখ মধ্যরাতেই কাজ শেষ হবে বালি ঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে। কাল ২৬ জানুয়ারি মধ্যরাতের মধ্যেই শেষ হয়ে যাবে বলিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে রেলের সংস্কারের কাজ। পরশু ২৭ জানুয়ারি সোমবার ভোর ৪ টেয় প্রথম লোকাল দিয়ে পরিষেবা শুরু। ভোর ৪ টে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। বরাহ নগর স্টেশন থেকে বালি হল্ট স্টেশনের মধ্যে মোট ৭ জায়গায় কাজ চলছে। ২০১৭ সালে কাজের টেন্ডার পাস হয়। কিন্তু প্রচুর লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল করে বলে কাজ শুরু করতে অসুবিধা হচ্ছিল। বালি ঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে স্টিলের সমস্ত গার্ডার সরিয়ে দেওয়া হচ্ছে। 

25 January 2025, 09:00 AM

ব্যাংক প্রতারণা মামলায় শহরে ইডি অভিযান। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান। অপটিক্যাল ফাইবার ব্যবসায়ীর বাড়িতে অভিযান। ব্যবসা সম্প্রসারিত করার জন্য ব্যাঙ্ক ঋণ নেন। সেই টাকা অন্য কাজে লাগানো হয়। ব্যাঙ্কের সঙ্গে সমস্ত রকম যোগযোগ বিচ্ছিন্ন করে দেন। একটি বেসরকারি ব্যাঙ্ক ভিন রাজ্যে অভিযোগ দায়ের করে। সেই মামলার তদন্তে ইডি অভিযান। এর পাশাপাশি এই ব্যক্তির বিরুদ্ধে এই ব্যবসা সম্প্রসারণ এর বিনিয়োগের কথা বলে বিহারের একাধিক সরকারি আধিকারিকের কাছ থেকে কালো টাকাকে ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সাদা করিয়ে দেওয়ার নাম করে টা আত্মসাৎ করার অভিযোগও আছে। সেই টাকা পরবর্তী কাল বেনামে বিদেশে পাচার করে দেওয়া হতো বলে ইডি সূত্রে খবর।