West Bengal News LIVE Update: ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি! ঘাপটি মেরে বসে নাশকতার কোন ছক কষছিল সে?

Bengal News LIVE Update: মৃত তরুণীর পরিবারের তরফ থেকে জোড়াসাঁকো থানায় অভিযোগ জানানো হলে পুলিস এসে প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

Last Updated: Sunday, December 22, 2024 - 14:10
West Bengal News LIVE Update: ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি! ঘাপটি মেরে বসে নাশকতার কোন ছক কষছিল সে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

22 December 2024, 14:15 PM

Terrorist in Canning: ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গির খোঁজ মিলল! ভয়ংকর! ঘাপটি মেরে বসে নাশকতার কোন ছক কষছিল সে? নাকি কোনও অশান্তি পাকানোর তালে ছিল? জেলা পুলিস ও বেঙ্গল এসটিএফ-এর যৌথ অভিযানে ধরা পড়ল তেহরিক উল মুজাহিদিন জঙ্গি। শ্রীনগরের তাঙ্গপুরের বাসিন্দা সে। নাম জাভেদ। 

22 December 2024, 10:45 AM

Burdwan Raj College: কলেজে-কলেজে চলছে থ্রেট কালচার। এই কালচার চলছে গত ২০২২ থেকেই। এর পিছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতাদের। ক্ষোভে, দুঃখে ও অসহায়তায় এভাবেই সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন বর্ধমানের প্রাচীন ঐতিহ্যবাহী রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল স্বয়ং! 

 

22 December 2024, 08:30 AM

Fog: সকাল থেকে কুয়াশার দাপট প্রায় সব জেলাতেই। খড়্গপুরের ছবিটাও এক। মেঘে আচ্ছন্ন আকাশ, কুয়াশার ঢাকা সমস্ত প্রকৃতি। আজ, রবিবার বেশ শীতের আমেজ পশ্চিম মেদিনীপুরে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। ভালই ঠান্ডা মালুম হচ্ছে। আপাতত পারদ নিম্নমুখী। এদিকে ঘন কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ব্যাহত হচ্ছে সড়কপথ, রেল পরিষেবাও। খড়গপুর, দাঁতন, সবং, পিংলা, নারায়ণগড়-সহ একাধিক এলাকায় দৃশ্যমানতা  প্রায় শূন্যে এসে ঠেকেছে যেন!

22 December 2024, 08:30 AM

Road Accident: সাত সকালে মা ফ্লাই ওভারে দুর্ঘটনা। দুই বাইক আরোহী ব্রিজের উপর থেকে নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাস যাওয়ার সময় সায়েন্স সিটি মোড়ে ব্রিজের উপরের ঘটনা। দ্রুত গতিতে যাওয়ার সময় বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারায় বলে পুলিসসূত্রে খবর।