17 August 2024, 14:00 PM
Durby: পিছিয়ে যেতে পারে রবিবার ডুরান্ড কাপের ডার্বি। শনিবার দুপুরে প্রশাসন এবং ডুরান্ড কমিটির মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যে কারণে পিছনো হয়েছে সকালের প্রেস কনফারেন্স। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠেছিল ডার্বিতে উই ওয়ান্ট জাস্টিস টিফো নিয়ে ঢোকার পরিকল্পনা রয়েছে দুই দলের সমর্থকের। যা নিয়ে পুলিস আপত্তি করে এবং পরিস্থিতি জটিল হতে পারে এই আশঙ্কা করেই এই বৈঠক। প্রয়োজনে দর্শকশূন্য ডার্বি হতে পারে। কিন্তু তাতে ডুরান্ড কমিটির আপত্তি রয়েছে। কারণ সে ক্ষেত্রে তাদের বিক্রি হয়ে যাওয়া টিকিটের মূল্য ফেরত দিতে হবে।
17 August 2024, 14:00 PM
এদিন আরজি কর নিয়ে কুণাল ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে চান তারা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমরাও প্রতিবাদী। দোষীদের ফাঁসি চাই। কিন্তু ও বাংলার বিরুদ্ধে, শকুনের রাজনীতি বামরাম। জননেত্রী এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতিকেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে।' উল্লেখ্য, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে দেখা মেলেনি অভিষেকের।
RGKar.
আমরাও প্রতিবাদী।
দোষী/দের ফাঁসি চাই। কিন্তু@AITCofficial ও বাংলার বিরুদ্ধে, শকুনের রাজনীতি বামরাম।
জননেত্রী @MamataOfficial এসব রুখতে লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতি @abhishekaitc কেও সক্রিয়ভাবে সামনে চাই। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। pic.twitter.com/nfC327TDz2— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 17, 2024
17 August 2024, 10:15 AM
IMA: আইএমএ এর ডাকা ধর্মঘটের ডাকে চরম অভিযোগ জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে আশা রোগীর আত্মীয় পরিজনদের।বন্ধ সমস্ত ওপিডি। চালু ইমারজেন্সি পরিষেবা। সকাল থেকে বন্ধ আউটডোর টিকিট কাউন্টার। বন্ধ সমস্ত ওপিডি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে আসা চরম হয়রানির অভিযোগ রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের। শনিবার আনুমানিক সকাল দশটা নাগাদ ইমারজেন্সি চালু থাকলেও ডাক্তারদের দেখা নেই বলে অভিযোগ। শুধুমাত্র একজন ডাক্তার এমারজেন্সি তে লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন দূর দুরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজনদের। সমস্যায় জেরবার মানুষজন।
17 August 2024, 09:45 AM
RG Kar incident: আরজি করে অচলাবস্থা। তরুণী চিকিত্সককে ধর্ষণ করে খুনের ঘটনায় জারি আন্দোলন। আজ কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিত্সকরা। আর জি কর কাণ্ডে লাগাতার কর্মবিরতি-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররাও এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। এর ফলে রোগী ভোগান্তি চলছেই।
17 August 2024, 09:45 AM
RG Kar incident: রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারেনি পুলিস। ব্যর্থতা মানলেন কলকাতার পুলিস কমিশনার। ডিসি আহত হলে সাময়িক ভাবে ছত্রভঙ্গ হয়ে পড়ে পুলিস।
17 August 2024, 09:45 AM
RG kar incidemt: প্রথম থেকেই কোনও সহযোগিতা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফের আরজি করকে কাঠগড়ায় দাঁড় করাল নির্যাতিতার বাবা। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ।