West Bengal News LIVE Update: শহরে চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Saturday, October 26, 2024 - 23:48
West Bengal News LIVE Update: শহরে চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah In Kolkata)। শনি রাতেই শহরে পা রাখলেন তিনি। শাহকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এসেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, অমিত মালব্য ও রাহুল সিনহা। এর আগে ঘূর্ণিঝড় 'ডানার' জেরে রাজ্য সফর স্থগিত হয়েছিল শাহর। রাজারহাটের এক হোটেলে নিশিযাপন করে রবিবার কল্যাণীতে বিএসএফ-এর এক অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। এরপর রবি দুপুরে সল্টলেকের ইজেডসিসি-তে বিজেপির 'সদস্য সংগ্রহ অভিযান' কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গেও দেখা করার সম্ভাবনাও রয়েছে শাহর! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

26 October 2024, 10:15 AM

Barrackpore: বারাকপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মর্মান্তিক ঘটনা নিজের হাতে মেয়ে কে মেরে ঘরের মধ্যেই বসে ছিলেন মা কবিতা ঘোষ। বছর খানেক আগে ডি রোডের বাড়ি কিনে এসে ছিল ইন্দজিত ঘোষ। স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। গতকাল রাতে মেয়েকে শ্বাসরোধ করে মেরে ঘরের ভিতরে বসে ছিলেন মা। ১২ বছরের মেয়ে রাজর্না ঘোষ কে নিয়ে চিন্তায় থাকতেন মা। টিটাগর থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে কি কারনে তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা নিয়ে তদন্ত শুরু করেছে।

26 October 2024, 10:15 AM

Purulia: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি। আরপিএফ কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধর । ঘটনা দক্ষিণপূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের পুরুলিয়া রেল স্টেশনে । গতকাল সন্ধ্যায় টাটা- আসানসোল এক্সপ্রেস ট্রেনটি পুরুলিয়া রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাড়ায়। সেই সময় স্টেশনে খাবার কেনার জন্য প্রায় ৭৫ বছরের গুরুদ্বীপ সিং স্টেশনে নামেন। সেই সময় ট্রেনটি প্লাটফর্ম ছাড়তে শুরু করে । সেই চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি।  সেখানে কর্তব্যরত আরপিএফ কর্মীরা তৎক্ষণাৎ  গিয়ে ঐ বৃদ্ধকে উদ্ধার করেন। এতে সামান্য আহত হন তিনি । পরে ওই বৃদ্ধকে তাঁর গন্তব্য আসানসোল যাওয়ার ব্যবস্থা করে আরপিএফ। ঘটনায় পুরুলিয়া আরপিএফ পোষ্টের ইন্সপেক্টর ইনচার্জ সঞ্জয় কুমার তেওয়াড়ী কর্মীদের প্রশংসা করেন। 

 

26 October 2024, 10:00 AM

Cyclone Dana Effect: গদখালী, গোসোবা, চুনোখালি, ঝড়খালি, দয়াপুর বিভিন্ন যে ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক প্রশাসনের নির্দেশে। যাত্রীরা পারাপার করছে নৌকাতে। তবে পর্যটকদের লঞ্চ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের লঞ্চ নদীতে চলবে বলেও জানা যাচ্ছে।

26 October 2024, 10:00 AM

Cyclone Dana Effect: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দিনভর বৃষ্টি। জলমগ্ন এখনও বহু এলাকা। জমা জলে দুর্ভোগের চূড়ান্ত।