West Bengal News LIVE Update: আশঙ্কাজনক অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত, চিকিত্‍সায় ৫ সদস্যের মেডিক্যাল টিম

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-  

Last Updated: Friday, October 11, 2024 - 17:30
West Bengal News LIVE Update: আশঙ্কাজনক অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত, চিকিত্‍সায় ৫ সদস্যের মেডিক্যাল টিম

West Bengal News LIVE Update: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

 

​(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

11 October 2024, 17:30 PM

জুনিয়র ডাক্তারদের বক্তব্য,  ন্যায় বিচারের দাবিতে আমরা অনশন করছি। অনিকেত স্থিতিশীল হলেও বিপদমুক্ত বলা যাবেনা। এই লড়াইটা কেউ নিজের জন্য লড়ছি না। দাবিগুলো ন্যায্য। সরকার চাইলে এক্ষুনি মেনে নিতে পারেন। আমাদের প্রতিনিধি দল সোদপুরে রওনা হয়েছে। এটা নাগরিক আন্দোলন। স্লোগান দেবার জন্য গ্রেফতার হয়েছে। প্রয়োজনে তাদের বাড়িতেও যাব। আমরা একসঙ্গে রয়েছি। আলাদা নই। এই মহাসমাবেশ নিজের মত করে প্রতিবাদ করার জন্য। বেশ কিছু রাজনৈতিক দল এটা দেখানোর চেষ্টা করছেন এই ডাক তাদের। এমন করে এটা প্রেসেন্ট করা না হয় যাতে মনে হয় এটা হাইজ্যাক করার চেষ্টা। প্লিজ এমন কিছু করবেন না।। হাত জোর করে বলছি। যাতে কুনাল ঘোষরা এটা নিয়ে বলার সুযোগ না পায়। পুলিস রাতে অনশনকারীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে আমরা জানিই না অ্যাম্বুলেন্স পাঠানোর কথা। পুলিস বারবার প্রভোক করার চেষ্টা করছে।  ৯ জন এর বেল পাওয়ার খবর। তারা প্রত্যেকে জামিন পেয়েছেন যারা ত্রিধারা ত্যেকে গ্রেফতার হয়েছিল। 

11 October 2024, 09:45 AM

R G Kar Protest: অন্যতম অনশনকারী অনিকেত মাহাতকে রাতেই আরজিকর হাসপাতালের ক্রিটিকেল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। চিকিৎসক সোমা মুখোপাধ্যায়ের আন্ডারে ভর্তি হন। তার চিকিৎসার জন্য ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। যদি আরও প্রয়োজন করে চিকিৎসক বাড়ানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখনও সংকট কাটেনি। আশঙ্কাজনক অবস্থায় আরও ২/৩ দিন ভর্তি থাকতে হতে পারে। শরীরে অক্সিজেন যাওয়া নিয়ে সমস্যা রয়েছে। এছাড়া রক্তচাপ জনিত সমস্যাও রয়েছে।