LIVE Update: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের!

LIVE Update: মহারাষ্ট্রে এবার লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি, শিবসেনার(একনাথ শিন্ডে গোষ্ঠী) ও কংগ্রেসে-শিবসেনা-এনসিপি(শরদ গোষ্ঠী)মধ্যে

Last Updated: Wednesday, November 20, 2024 - 13:45
LIVE Update: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

20 November 2024, 13:45 PM

Sukanta Majumdar: অশান্ত বেলডাঙ্গা যাওয়ার পথে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিসের বাধা। প্রবল ধস্তাধস্তি। শেষপর্যন্ত তাঁকে আটক করল পুলিস।

20 November 2024, 13:45 PM

Mathabhanga: মাথাভাঙ্গা দুই নং ব্লকের তেতলিগুড়িতে বাইসনের হামলায় মৃত্যু হল একজনের। আহত এক। মৃত ব্যক্তির নাম নৃপেন বর্মন, বয়স ৫৬ ৷ তার বাড়ি মাথাভাঙ্গার প্রেমেরডাঙ্গা এলাকায়। জানা গেছে এদিন সকালে ওই গ্রামে, দুটি বাইসন হামলা চালায় এবং তাতে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত একজন তাদেরকে কোচবিহার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গা বনদপ্তরের কর্মীরা, তবে এখনো পর্যন্ত দুটি বাইসনকে  ঘুম পাড়ানি গুলি করে কাবু করেছে । এবং বাইসন দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে৷

 

20 November 2024, 11:00 AM

Kuntal Ghosh Bail | Primary TET: ১০ লাখ টাকার বন্ড। পাসপোর্ট জমা রাখতে হবে। ট্রায়াল কোর্টের এক্তিয়ারের বাইরে যেতে পারবে না। সিবিআই মামলা এখনও রয়েছে। ফলে জেলমুক্তি ঘটছে না এখনই

20 November 2024, 10:45 AM

Maharashtra Assembly Election 2024: মানুষ ভোটে দিচ্ছে দেখে ভালো লাগছে। ভোটদানের জন্য ভালো ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আশাকরছি ৬০ শতাংশের উপরে ভোট পড়বে। ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন পীয়ূষ গোয়েল।

20 November 2024, 10:45 AM

Jharkhand Assembly Election 2024: সকাল দশটা পর্য়ন্ত ঝাড়খণ্ডে ভোট পড়ল ১২.৭১ শতাংশ। অন্যদিকে, মহরাষ্ট্রে ভেটের হার ৮.৮ শতাংশ।

20 November 2024, 09:30 AM

Basirhat: মেয়েকে বিয়ে করতে না পেরে মেয়ের বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে টাকা পয়সা নিয়ে পালানো অভিযোগ স্থানীয় নাজিমুদ্দিন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য বসিরহাট মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায়। ঘটনারা কথা জানাজানি হতেই অভিযুক্ত বাড়ি ভাঙচুর। গতকাল রাতে সবজির পাইকারি ব্যবসাদার জব্বার মোল্লা ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমে কোড়াপাড়ায় তার বাড়ি ফিরছিল । সেই সময় ট্রেন লাইনের ধারে তাকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক । চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এলে নাজিমুদ্দিন সেখান থেকে পালিয়ে যায় । এবং জব্বার মোল্লাকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে জব্বার মোল্লার পরিবারের অভিযোগ স্থানীয় যুবক নাজিমুদ্দিন মোল্লা জব্বার মোল্লার এক মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু  মেয়েকে জব্বার মোল্লা বিয়ে দিতে রাজি না হওয়ায় ক্ষোভের বসে জব্বার মোল্লাকে কুপিয়ে খুন করে এবং তার কাছে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় নাজিমুদ্দিন মোল্লা

20 November 2024, 09:30 AM

Bhangor: ভাঙ্গড়ে  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলে এক বাইক আরোহীর তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের চন্দনেশ্বর থানার বালিগাদা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোররাতে ৪: ৩৪ মিনিট নাগাদ এক ব্যক্তি বাইক নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় বালিগাদা মোড়ের কাছে আসতে না আসতেই একটি সবজি বোঝায় পা ভ্যানে ধাক্কা মারে। এরপর বাসন্তী হাইওয়ের উপরে ছিটিয়ে পড়ে এরপর ওই ব্যক্তির গাঁয়ের উপর দিয়ে চলে যাই মালবাহী লড়ি এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক আরোহীর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এরপর খবর পেয়ে ঘটনা স্থলে আসে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাই নলমুড়ি হাসপাতালে। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ। ও চন্দনেশ্বর থানার পুলিশ।

 

20 November 2024, 09:30 AM

Kolkata Pollution: গড়িয়াহাট বাজারে এই মুহূর্তে বাতাসে ভাসমান ধূলিকণা ১৮৯। স্বাস বাহিত ধূলিকণা ১৫৪। যা সহন মাত্রার থেকে প্রায় ৩ গুণ বেশি। দৈনিক ৬ টি প্যাসিভ স্মোকিং এর অনুরূপ বিষ বাষ্প। সুভাষ সরোবরে এই মুহূর্তে স্বাস বাহিত ধূলিকণা ১৮২ মাইক্রো গ্রাম প্রতি ঘন মিটার। সূক্ষ্ম ধূলিকণা ২১৫ মাইক্রো গ্রাম প্রতি ঘন মিটার। অর্থাৎ স্বাভাবিকের থেকে সূক্ষ্ম ধূলিকণা ৩ গুণ বেশি। এবং ভাসমান ধূলিকণা দ্বিগুণের বেশি। যারা মুক্ত প্রান বায়ু নেওয়ার আশায় মর্নিং ওয়াক করছেন তারা আদতে তার সুফল পাচ্ছেন না।

20 November 2024, 08:45 AM

Maharashtra Assembly Election 2024: ভোট দিলেন অক্ষয় কুমার, জোয়া আকতার, সচিন।

20 November 2024, 08:45 AM

Maharashtra Assembly Election 2024: ভোট দিলেন সুপ্রিয়া সুলে। ক্ষমতায় আসছি, ভোট দিয়ে বেরিয়ে বললেন অজিত পাওয়ার।

20 November 2024, 07:30 AM

Maharashtra-Jharkhand Assembly Election 2024: মহারাষ্টের ২৮৮ ও ঝাড়খণ্ডের ৩৪ আসনে ভোটগ্রহণ শুরু। নাগপুরে ভোট দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বারামতীতে ভোট দিলেন অজিত পাওয়ার।

20 November 2024, 06:45 AM

Tab Scam: গোটা রাজ্যের ট্যাব জালিয়াতির ছায়া যখন এক এক করে বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়ছিল, তখন সেই তালিকায় নাম উঠেছিল জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয় ও দেওয়ানগঞ্জ হাই স্কুল। তবে শিক্ষাদপ্তর, স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় ট্যাবের টাকা নিজেদের একাউন্টে ফেরত পেয়ে খুশি প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থীরা। জানা যায় তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা করে দেওয়া হয় যা ট্যাব কেনার জন্য বরাদ্দ হয়েছিল। কিন্তু কিছু শিক্ষার্থীর টাকা নিজেদের একাউন্টে না ঢুকে সেই টাকা ঢুকে গিয়েছিল নাম না জানা অন্য একাউন্টে। ফলে সেই টাকা প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থীরা আদৌ পাবে কী না বা পেলেও কতদিন নাগাদ পাবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরী হয়েছিল। তবে এরই মধ্যে এল খুশির খবর। জানা যাচ্ছে কোচবিহার জেলার প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এক এক করে ঢুকতে শুরু করেছে তাদের ট্যাব কেনার ১০০০০ টাকা। এতে তারা ভীষণ খুশি। খুশি  স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারাও।

20 November 2024, 06:45 AM

Kolkata: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে।

20 November 2024, 06:45 AM

Kolkata: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে।

20 November 2024, 06:45 AM

Maharashtra-Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে এবার বিজেপির জোর লড়াই। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সরাতে আদাজল খেয়ে নেমেছে বিজেপি। রাজ্যে জোটে রয়েছে জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোট। সঙ্গে রয়েছে সিপিআইএমএলও। অন্যদিকে বিজেপি। সঙ্গে রয়েছে জেডিইউ ও এলজেপি।

20 November 2024, 06:45 AM

Maharashtra-Jharkhand Assembly Election 2024: মহারাষ্ট্রে এবার লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি, শিবসেনার(একনাথ শিন্ডে গোষ্ঠী) ও কংগ্রেসে-শিবসেনা-এনসিপি(শরদ গোষ্ঠী)মধ্যে।

20 November 2024, 06:45 AM

Maharashtra-Jharkhand Assembly Election 2024: আজ মহারাষ্ট্রের ২৮৮ ও ঝাড়খণ্ডের ৮১ বিধানসভার মধ্যে ৩৮ আসনে ভোটগ্রহণ। ঝড়খণ্ডে ইতিমধ্যেই ৩৪ আসনে ভোট নেওয়া হয়ে গিয়েছে। দুই রাজ্যে ভোট গণনা হবে ২৩ নভেম্বর।