15 November 2024, 11:30 AM
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ২০২৪ সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠী কে নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে। আদতে কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামে এক পেপার লটারি ব্যবসায়ীর সংস্থা ফিউচার গেমিং। এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় ২০ টি ঠিকানায় গতকাল সকালে তেড়েফুঁড়ে অভিযানে নামে ইডি। ৬০ হাজার কোটি টাকার লটারি দুর্নীতি। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। চলতি মাসের ২ তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় গতকাল অভিযান চালায় দিল্লি থেকে আসা ইডি আধিকারীদের বিশেষ দল। এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষবাথান, উত্তর ২৪ পরগনার মাইকেল নগর সহ দক্ষিণ কলকাতার দুই ঠিকানা।
15 November 2024, 10:00 AM
ময়দানে দেহ উদ্ধার। ডাফরিন রোডের ফুটপাতে এই দেহ উদ্ধার করে পুলিস। সকাল সাড়ে আটটা নাগাদ অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিস। ঘটনাস্থলে পড়ে রয়েছে যুবকের জুতো। জলের বোতল। নিজে থেকে অসাবধানতায় পড়ে গেলে পাশে জুতো খুলে রাখা কেন? দানা বাঁধছে রহস্য
15 November 2024, 09:15 AM
চোরের উপর বাটপারি! তরুণের স্বপ্ন প্রকল্পে ধৃত পাঁচজনের পরিবারের কাছেই পৌঁছল ভুতুড়ে ফোন। সেই ফোনেই দাবি করা হলো মোটা অংকের টাকা বিনিময়ে ধৃতদের জামিন করে দেওয়া হবে।শুধু তাই নয় অভিযুক্তদের পূর্ববর্ধমান জেলা পুলিশ গ্রেপ্তার করলেও জনৈক্য প্রতারক দাবী করেন তাদের পূর্ব মেদিনীপুর কোর্টে পেশ করা হয়েছে। এখন তাদের জামিন করাতে না পারলে ৬ বছরের জন্য তাদের জেল হবে। পূর্ববর্ধমান জেলা পুলিস তাদের ট্যাব কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করে,পেশ করা হয় বর্ধমান আদালতে। অথচ ধৃতদের পরিবারকে ফোন করে বলা হয় পূর্বমেদিনীপুর থেকে ফোন করছি।পরিচয় দেওয়া হয় আইনজীবী হিসেবে।
15 November 2024, 09:15 AM
দক্ষিণ ২৪ পরগনা বজবজ থানার 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকে হাই স্কুলে গতকাল টিফিন আওয়ার্সে খেলতে খেলতে ওই স্কুলের দুই ছাত্রের মধ্যে কনুই মারামারি হয়। এমনটাই দাবি একাদশ শ্রেণির আর্টস বিভাগের ছাত্র শেখ সালেকের ও অভিভাবকদের এরপর স্কুল ছুটি হওয়ায় পর যখন স্কুলের বাইরে চলে আসে স্কুলে বাইরে আসার পর দুই পক্ষ অর্থাৎ একাদশ শ্রেণীর অপর একটি ছাত্র ও তার বন্ধু অন্য ইস্কুলের ছাত্র তুহিন দত্তের মধ্যে মারামারি শুরু হয়। সেখানেও ঘটনাটা থেমে থাকেনি ঘটনাটা আর চরমে পৌঁছায় রাত্রি গড়াতে যখন উক্ত ছাত্র খালেক শেখ হালদারপাড়া ডাইনামিক কোচিং সেন্টারে টিউশনি পড়তে যায় সেই সময় আর এক ছাত্র সে তার বন্ধু তুহিন দপ্তর ও বহিরাগত ১০ থেকে ১৫ জন ছেলেদের নিয়ে এসে বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ শেখ সালেকের।
15 November 2024, 09:15 AM
গোসাবার জটিরাম পুর ফেরিঘাটের বেহাল দশা দীর্ঘ দিন ধরে বিপদজনক ভাবে পারাপার চলছে। গত ৭ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল শিলান্যাস করেন কিন্তু দীর্ঘ সময় পরেও এখনও কোনও কাজ শুরু হয়নি। তার ওপর শিলান্যাস করা ফলক টি উল্টে নদীর চরে পড়ে আছে। প্রশাসনের কোনো হেলদোল নেই যেকোনো সময় বড়ো ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এ বিষয়ে বিরোধীদের করা কটাক্ষ যেহেতু গোসাবাতে দীর্ঘদিন ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গোসল ব্লকের সার্বিকভাবে উন্নয়ন থমকে রয়েছে। যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে এমনি কটাক্ষ করেন বিজেপি নেতা বিকাশ সর্দার । তবে বিরোধীদের কটাকে মানতে নারাজ গোসাবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।
15 November 2024, 09:00 AM
ট্যাব জালিয়াতির শিকার পুরুলিয়ার জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা । ঘটনায় এখনও পর্যন্ত পুরুলিয়া জেলার চার বিদ্যালয়ের ২৯ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও। পুরুলিয়ার পাড়া থানার আনাড়া মহিলা উচ্চ বিদ্যালয়ের ৯ জন ছাত্রীর টাকা ভিন জেলার একাউন্টে ঢুকেছে । একইভাবে রঘুনাথপুর মহকুমার চেলিয়ামা বিজলিপ্রভা উচ্চ বিদ্যালয়ের ৬ জন পড়ুয়া, বলরামপুর থানার দড়দা খেলু হেমব্রম উচ্চ বিদ্যালয়ের ১১ জন পড়ুয়ার এবং বান্দোয়ান থানার বান্দোয়ান ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের ৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে ভিন জেলার অ্যাকাউন্টে। পুরুলিয়া সাইবার ক্রাইম থানা এবং জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষরা। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা শিক্ষা মহলে।