West Bengal News LIVE Update: পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে।

Last Updated: Tuesday, November 5, 2024 - 15:54
West Bengal News LIVE Update: পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

5 November 2024, 13:15 PM

টালিগঞ্জ ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের সামনে অবস্থানে শিক্ষকরা। বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন শিক্ষক-অশিক্ষক কর্মীসহ কলেজের সমস্ত কর্মীরা। ২৬ মাস বেতন পাননি তারা। 

5 November 2024, 13:15 PM

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি মিলল উত্তরপ্রদেশের ১৬ হাজার মাদ্রাসার ১৭ লক্ষ পড়ুয়ার। সুপ্রিম কোর্ট ২০০৪ সালের উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনকে বৈধ ঘোষণা করল। যা এর আগে এলাহাবাদ হাইকোর্টের এই আইনকে 'অসাংবিধানিক' ও ‘ধর্মনিরপেক্ষতার বিপরীত’ বলে বাতিল করেছিল। সেই সঙ্গে মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছিল। তবে, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে শিক্ষার মানোন্নয়নের জন্য মাদ্রাসা নিয়ন্ত্রণে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা  থাকে।

5 November 2024, 12:30 PM

ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্র সরকারের। কিন্তু করেনি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন। জাতি ধর্ম নির্বিশেষে এরাজ্যে উৎসব পালন হয়।বললেন রাজ্যের খাদ্য প্রক্রিয়া করন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। ছট পুজো উপলক্ষ্যে তিনি হাওড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করেন।জানান শুধু জেলা নয় অন্য জায়গা থেকেও বহু পূর্নার্থী আসেন 

5 November 2024, 12:00 PM

আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে। পুজোর আগে, গত সাত অক্টোবর এই মামলার শেষ বার শুনানি হয়েছিল। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে সিবিআই। গত পনেরো অক্টোবর এই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই। তার আগে গত এক অক্টোবর বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল পার্থকে।  

5 November 2024, 11:45 AM

আরজি কর হাসপাতালে মত রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে মামলা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন খারিজ করার আবেদন সাসপেন্ডেড ডাক্তারদের। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরীক্ষা দিতে পারলেও হাসপাতাল প্রবেশ এবং প্র্যাকটিক্যাল কাজে যোগ দিতে পারছে না তারা

5 November 2024, 10:00 AM

ফের রাতের শহরে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বাইক আরোহী। মৃতের নাম বিশাল ঠাকুর (২৭)। যাদবপুর থেকে গরিয়ার দিকে যাওয়ার সময় বাঘাযতীন হসপিটাল মোড়ে রাস্তার মাঝে থাকা রেলিঙে সজরে ধাক্কা মেরে ছিটকে পরে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের অভিযোগ পুজোর আগেই রাস্তার মাঝে এই রেলিং বসানো হয় তারপর থেকে এখনো পর্যন্ত পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ অত্যন্ত দ্রুতগতিতে যাদবপুরের দিক থেকে গরিয়ার দিকে যাওয়ার সময় বাঘাযতীন হসপিটাল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে এসে সজরে ধাক্কা মারে রাস্তার মাঝে থাকা রেলিঙে কিছুটা দূরে গিয়ে ছিটকে পরে ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ভোর সাড়ে তিনটা থেকে চারটে নাগাদ এর এই ঘটনা।

5 November 2024, 09:15 AM

সাত সকালে বাজারের মধ্যে কুপিয়ে খুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি থানার বোলের বাজার এলাকায়। নিহত ব্যক্তি শেখ বাহাদুর। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বোলের বাজারে যান শেখ বাহাদুর। অভিযোগ সেখানেই তাকে কুপিয়ে খুন করে শাহাদাত শেখ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহত অবস্থায় শেখ বাহাদুরকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে জানায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের কারণে খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

5 November 2024, 08:45 AM

রাজবিহারী থেকে এক্সাইড মোড়ের দিকে দ্রোহের হ্যালো কর্মসূচি থেকে ফিরছিলেন কিছু আন্দোলনকারী। সেই সময় তাদের অভিযোগ কিছু ভাসান দিতে যাওয়া লোকেরা তাদের গাড়ি রাজবিহারী থেকে ফলো করে তাদের পিছন পিছন আসতে থাকে এবং এক্সাইড মোড়ে এসে তাদের গাড়ি আটকায়। আন্দোলনকারীদের দুটি গাড়ি ছিল তার মধ্যে একটি গাড়ি তারা ভাঙচুর করেন সেই গাড়ির কাঁচ। তার পাশাপাশি তাদের অভিযোগ আরো যে যারা তাদের গাড়ি ফলো করে আসেন তারা রীতিমতো তাদেরকে হুমকি দেন। কি কারনে এই হামলা সেই কথা জিজ্ঞাসা করাতে তাদের মারধোর অব্দি করা হয়। তারপরের মুহূর্তে সেই গাড়ি সেখান থেকে বেরিয়ে যায় এবং আন্দোলনকারীরা প্রথমে ময়দান থানায় যান এবং পরে শেক্সপিয়ার সরণি  থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

5 November 2024, 08:45 AM

গড়িয়া নবগ্রাম রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকার সামনে দিয়ে যাচ্ছিল কালী পূজার ভাসান।সেই ভাসান যাওয়ার সময় একটি বোম ফেটে একটি বাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। যে বাড়ির কাঁচ ভেঙে যায় সেই বাড়ির লোকেদের অভিযোগ এক বিকট শব্দে তাদের বাড়ি কেঁপে ওঠে এবং চিৎকারের আওয়াজ শুনে তারা নিচে এসে দেখেন বাড়ির নিচ তলার প্রত্যেকটি কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। পরবর্তী মুহূর্তে তাদের বাড়ির সামনে আসে শাসকদলের কিছু লোক এবং তারপরে আসেন নরেন্দ্রপুর থানার পুলিস আধিকারিকারা। সে পুলিস আধিকারিকেরা এসে বোমের যে সুতলি দড়ি সেই সুতলি দড়িগুলি সংগ্রহ করে নিয়ে যান এবং বাড়ির ছবি তুলে নিয়ে যান এবং তাদেরকে বলা হয় যে তারা যাতে ক্লাবটির নাম জেনে থানায় জানান। পরবর্তীতে তারা নরেন্দ্রপুর থানায় একটি জেনারেল ডাইরি করেন। তবে তাদের অভিযোগ যে সেই বোমা সাধারণ কোন বোমা নয় কারণ সাধারণ বোমায় এরকম ঘটনা ঘটতে পারে না।