12 December 2024, 19:15 PM
নবান্ন- সচিবালয়ের কর্মীদের হাই-পাওয়ার কমিটির বৈঠক হল বৃহস্পতিবার। নবান্নে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে বৈঠক হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মীদের পদোন্নতির রুপরেখা নির্ধারণ করবে এই কমিটি। কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অর্থ এবং কর্মীবর্গ ও প্রশাসনিক দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনগুলিকে এদিন ডাকা হয়েছিল। যদিও সচিবালয়ের কর্মী সংগঠনগুলির দাবি, ২০১৫ সালে আদালতের নির্দেশে এই কমিটি তৈরি হয়। কিন্তু কমিটি কোনও রিপোর্ট জমা করেনি। পরে আদালত ফের নির্দেশ দিলে নতুন করে হাই - পাওয়ার কমিটি গঠন হয। আজ তার প্রথম বৈঠক হল।
12 December 2024, 09:15 AM
India-Bangladesh: অরাজকতার বাংলাদেশে জঙ্গিদের বাড়বাড়ন্ত?। বিজয় দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কবার্তা। মালদহ-মুর্শিদাবাদে সীমান্তে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দাদের। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সতর্ক করেছেন গোয়েন্দারা, সূত্রের খবর।
12 December 2024, 09:15 AM
Baruipur: দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ৷ ঘটনায় আহত দুই ৷ এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় ৷ ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় ৷ বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে ৷ সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিস৷
12 December 2024, 09:00 AM
Jammu & Kashmir: ভূস্বর্গে সন্ত্রাস দমন অভিযানে সাফল্য। বিপুল অস্ত্র উদ্ধার করল জম্মু-কাশ্মীর পুলিস ও সেনা। জঙ্গিদের গোপন ডেরায় যৌথ অভিযান পুলিস ও সেনার। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় যৌথ অভিযান। উদ্ধার একে ফর্টি সেভেন, কার্তুজ, পিস্তল, গ্রেনেড।