30 August 2024, 12:00 PM
এবার এক্স হ্যান্ডেলে অরিজিত্ সিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ। কিছুদিন আগে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে 'আর কবে' নামে একটি গান তৈরি করেন গায়ক।
অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো।
তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি।
কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।
মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে।
কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 30, 2024
30 August 2024, 09:15 AM
Amit Shah: শুক্রবার সকাল ১১ টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা। আরজিকর কান্ডের পর এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে রাজ্যপালের। ইতিমধ্যেই রাজভবনের তরফে আরজিকর নিয়ে ও আইন-শৃঙ্খলা নিয়ে নির্দিষ্ট রিপোর্ট গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। বৃহস্পতিবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল।
30 August 2024, 09:00 AM
Malda: এক নবম শ্রেনী আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল গ্রামের হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানা এলাকায়। ছাত্রীকে প্রসাব পরীক্ষা করার প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে আদিবাসী ছাত্রীর পরিবার করার অভিযোগ। অভিযোগ পাওয়ার পরই হবিবপুর থানার পুলিস অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকে গ্রেপ্তারকরেছে। ধৃত হাতুড়ে চিকিৎসকের নাম সুবোধ মন্ডল।
30 August 2024, 09:00 AM
Maheshtala: গত মার্চ মাসের ২৩ তারিখ রাতে মোল্লার গেট থেকে প্রথমে একটি মোটর বাইক বুলেট চুরি যায় এরপর আগস্ট মাসের ১০ তারিখ ও ১৮ তারিখে মহেশতলা দক্ষিণ জগতলার এলাকা থেকে আরও দুটি মোটর বাইক বুলেট চুরি যায়। তিনটি মোটর বাইকের চুরি যাবার অভিযোগ জানানো হয় মহেশতলা থানায়। অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিস গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। এরপর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অত্যন্ত গ্রাম থেকে তিনটি মোটরবাইক বুলেট উদ্ধার করে পুলিশ মহেশতলা থানায় নিয়ে আসেএবং দুজন মোটর বাইক চোরকে গ্রেফতার করে। আজ দুজন অভিযুক্তকে আলিপুর কোর্টে পাঠানো হবে। খুব শীঘ্রই চুরি যাওয়া তিনটি মোটর বাইক বুলেট মালিকদের হাতে তুলে দেয়া হবে। মোটর বাইক ফিরে পেয়ে মহেশতলা থানার পুলিসকে সাধুবাদ জানান মোটর বাইকের মালিকরা।
30 August 2024, 08:45 AM
Rg Kar Incident: তাকে নিয়ে এত বিতর্ক, সরকারও ইতিমধ্যেই তাকে প্রিন্সিপালের পোস্ট থেকে সরিয়ে দিয়েছে। কোর্ট তাকে বলেছে ছুটিতে যেতে কিন্তু সেই সন্দীপ ঘোষের ছবি এখনো জ্বলজ্বল করছে আর জি কর মেডিকেল কলেজের ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষের নাম আর নেই। নাম বদলেছে কিন্তু ওয়েবসাইট খুললেই আজও সেখানে প্রথমে উঠে আসছে অনুষ্ঠানে সন্দীপ ঘোষের বসে থাকার একাধিক ছবি।