Medical College Examinations: পরীক্ষা কেন্দ্র থেকেই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা! উত্তরপত্রে থাকবে না নামও...

Medical College Examinations: প্রায় ৬০০০ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। তাহলে ঢোকার আগে মেটাল ডিরেক্টরে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন সিসি ক্যামেরার মাধ্যমে হবে লাইভ স্ট্রিমিং এবং সেই লাইভ স্ট্রিমিং পরীক্ষা শুরু ২৪ ঘন্টা আগের থেকেই শুরু হয়ে গেছে।

Updated By: Dec 2, 2024, 10:12 AM IST
Medical College Examinations: পরীক্ষা কেন্দ্র থেকেই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা! উত্তরপত্রে থাকবে না নামও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার থেকে রাজ্যে ডাক্তারি পরীক্ষা। এবার ডাক্তারি পরীক্ষা হতে চলেছে কড়া নিরাপত্তায়। জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। এর আগে একাধিকবার ডাক্তারি পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলেছিল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এর সদস্যরা। এই আবহই এবার কড়া নিরাপত্তার মাধ্যমে শুরু হল ডাক্তারি স্নাতকোত্তর পরীক্ষা। উত্তরপত্রে থাকবে কোড-ডিকোড পদ্ধতি। কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েপরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে।  

আরও পড়ুন: WB Weather Update: সপ্তাহান্তে হাড় কাঁপানো শীত! বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

প্রায় ৬০০০ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। তাহলে ঢোকার আগে মেটাল ডিরেক্টরে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন সিসি ক্যামেরার মাধ্যমে হবে লাইভ স্ট্রিমিং এবং সেই লাইভ স্ট্রিমিং পরীক্ষা শুরু ২৪ ঘন্টা আগের থেকেই শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরুর আগে অবজারভারের উপস্থিতিতে প্রশ্নপত্র ডাউনলোড করবেন প্রিন্সিপাল। 

প্রতিটি পরীক্ষায় খাতায় থাকবে কিউআর কোড। পরীক্ষার পর বায়োমেট্রিক লক লাগানো ট্রাঙ্কে করে খাতা নিয়ে যাবে পোস্টাল ডিপার্টমেন্টে। পরীক্ষকদের বিশ্ববিদ্যালয় বসেই খাতা দেখতে হবে। উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠদের পরীক্ষার হলে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন। দাবি করেছিলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিলে বহু ছাত্রছাত্রী ১০ শতাংশ নম্বরও পাবে না। তাঁদের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার সময় লাইভ স্ট্রিমিং সহ বেশ কিছু কড়া পদক্ষেপের ঘোষণা করেছিলেন। পাশাপাশি এসওপি তৈরি করা হয়েছে। সেখানে জুনিয়ার পড়ুয়া সহ ফ্যাকাল্টি সকলেই রয়েছেন।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.