লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রীর চিঠি

শুক্রবার-ই চিঠি পাঠানোর বিষয়ে নবান্ন থেকে নির্দেশ এসেছে।

Updated By: Mar 2, 2019, 11:17 AM IST
লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদন : দুয়ারে লোকসভা ভোট। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। এমন সময়ে জনসংযোগে যোগ দিতে চিঠিকে হাতিয়ার করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর চিঠি। রোগীর বাড়ি বাড়ি পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। নবান্ন সূত্রে খবর, সরকারি হাসপাতালে যাঁরা বিনা পয়সায় চিকিৎসা করিয়েছেন, তাঁদের সবার বাড়িতে এবার পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর লেখা সেই চিঠি।

এই বিষয়ে শুক্রবার-ই  সমস্ত সরকারি হাসপাতালের সুপারদের চিঠি পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ২০১৮ সালের ১ মার্চ থেকে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি হাসপাতালে যাঁরা বিনামূল্যে চিকিত্সা করিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাঁদের প্রত্যেকের বাড়িতেই চিঠি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের চিঠিতে।

রও পড়ুন, অভিনন্দনের প্রত্যাবর্তন, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

আরও বলা হয়েছে, বাই পোস্ট চিঠিটি পাঠাতে হবে। অথবা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কাউকে নিজে গিয়ে রোগীর বাড়ির লোকেদের হাতে সেই চিঠি তুলে দিয়ে আসতে হবে। চিঠি পাঠানোর সমস্ত খরচ বহন করবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। চিঠি পাঠানোর পর, কতজনকে চিঠি দেওয়া হল, সেই হিসেবে জানাতে হবে স্বাস্থ্য দফতরে।

.