অভিনন্দনের প্রত্যাবর্তন, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে অভিনন্দনকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাশট্যাগ দিয়ে তিনি যা লিখেছেন...

Updated By: Mar 1, 2019, 06:24 PM IST
অভিনন্দনের প্রত্যাবর্তন, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে টানটান উত্তেজনা, অভিনন্দন বর্তমানকে একঝলক দেখতে মুখিয়ে রয়েছে  গোটা দেশ। দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আসছে শুভেচ্ছাবার্তা। নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে অভিনন্দনকে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাশট্যাগ দিয়ে তিনি যা লিখেছেন তার সারমর্ম খানিকটা এরকম- "স্বাগত অভিনন্দন, নিজের ঘরে তোমাকে স্বাগত।" শুধু মুখ্যমন্ত্রীই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সমস্ত রাজনৈতিক মহল একত্রে স্বাগতবার্তা জানানচ্ছেন বীর সেনাকে।

দেখুন সেই টুইট

 

৪৮ ঘণ্টা পাকিস্তানের বন্দি দশা কাটিয়ে ইতিমধ্যেই ওয়াঘা সীমান্তে এসে পৌঁছে গিয়েছেন উইং কমান্ডার। জানা যাচ্ছে, পাকিস্তানের তরফে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। কিছুক্ষণের মধ্যেই  ভারতের আনুষ্ঠানিকতা শেষ করে দেশের মাটিতে পা রাখবেন তিনি। দুই দেশের সরকারি প্রক্রিয়া প্রায় শেষের পথে। ইতিমধ্যেই  অতিরিক্ত তৎপরতায় সেই স্থান ঘিরে রেখেছেন সেনা বাহিনী। সূত্রের খবর, সাড়ে ছটা নাগাদ ভারতে পা রাখবেন তিনি। তবে আগামিকালও চলবে জিজ্ঞাসাবাদ। 

উল্লেখ্য, ছেলেকে ফেরাতে সীমান্তে হাজির অভিনন্দন বর্তমানের বাবা-মা। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জমায়েত করেছেন সেখানে। কার্যত উৎসবমুখর দিন যাপনে ব্যস্ত তামাম ভারতবাসী। বলার অপেক্ষা রাখে না, সব মিলিয়ে এক বিশাল কর্মকাণ্ডের মধ্য দিয়ে বীর সেনার প্রত্যাবর্তনের সাক্ষী থাকল গোটা দেশ। পাশাপাশি বলা যেতে পারে কূটনৈতিক স্নায়ুযুদ্ধেও জয় মিলল ভারতের। 

 

.