সাতসকালেই ঘাড়ে লাফিয়ে পড়ল চিতাবাঘ

চা-শ্রমিকদের দাবি, চ-বাগানে অচিরেই পাতা হোক খাঁচা। 

Updated By: Mar 3, 2021, 01:04 PM IST
সাতসকালেই ঘাড়ে লাফিয়ে  পড়ল চিতাবাঘ

নিজস্ব প্রতিবেদন: কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঘুরিয়ে ধরলে, সন্ধেবেলায় একটু বাঘের ভয় থাকে। কিন্তু একেবারে সাত-সকালে? না, বাঘের ভয় এখন বোধ হয় দিনের সব সময়েই। তা না হলে সকালে বেলাতেই চা-বাগান সংলগ্ন ঝোপ থেকে বেরিয়ে চা-শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে আস্ত এক চিতাবাঘ!

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কুমারগাড়া সেকশনে।

আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, 'তৃণমূলের ব্যানার খোলা হলে, বিজেপির নয় কেন?'

সেখানে আপন মনে চা-পাতা তুলছিলেন নানকি ওঁরাও নামের এক মহিলা। সেই সময়ে ঝোপের আড়াল থেকে একটি চিতাবাঘ (leopard) হঠাৎ করে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। মাথা এবং মুখে থাবা বসিয়ে দেয় তাঁর। গুরুতর আহত হন তিনি। অন্যান্যদের চিৎকারে চিতাবাঘটি পালিয়ে গেলে নানকিকে উদ্ধার করে ভর্তি করা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে (Mal Superspeciality Hospital)। সেখানেই চিকিৎসাধীন তিনি। নানকির বাড়ি মাল ব্লকের (Mal Block) নিদাম চা-বাগানের (Tea-Garden) বাগানের নমুনা লাইনে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান মালবাজার বন দপ্তরের (Forest Department) কর্মীরা। জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ এই চা-বাগান এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছে। চা-শ্রমিকেরা দাবি জানিয়েছেন, অচিরেই চা-বাগানে খাঁচা পেতে ধরা হোক বাঘটিকে। 

আরও পড়ুন: ভোটের সময় চা বাগানে বন্যপ্রাণীর হাত থেকে কীভাবে রক্ষা, বিশেষ প্রশিক্ষণ Malbazar-এ

.