শিকার ধরতে এসে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ!
রবিবার রাতে এক শ্রমিক চিতার হাত থেকে বাঁচার জন্য বাড়ির উঠোনে ফাঁস জাল লাগিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: শিকার ধরতে গিয়ে নিজেই ফাঁদে পড়ল চিতাবাঘ। মালবাজার মহকুমার ক্রান্তির মালহাটি চা বাগানের ঘটনা। সোমবার সকালে ভর্মা লাইনে ধরা পড়ে চিতাবাঘটি। তবে বন দফতরের খাঁচায় নয়। শ্রমিকদের পাতা ফাঁস জালে ধরে পড়েছে চিতাবাঘটি। ঘটনাস্থলে মালবাজার এবং কাঠামবাড়ি রেঞ্জের বন কর্মীরা।
আরও পড়ুন: সুখী নতুন বউয়ের ব্যবহারে মুগ্ধ আত্মীয় থেকে প্রতিবেশীরা, কিন্তু আসলে এই মেয়ের জীবনে যা চলছিল...
রবিবার রাতে এক শ্রমিক চিতার হাত থেকে বাঁচার জন্য বাড়ির উঠোনে ফাঁস জাল লাগিয়েছিলেন। রাতে শিকারের খোঁজে এসে তাতেই আটকে পড়ে চিতাবাঘটি। রাত ৩টে নাগাদ চিতাবাঘের গোঙানির আওয়াজ শুনতে পান শ্রমিক। চিতাবাঘের কোমরে আটকে যায় ফাঁস জাল। বহু চেষ্টা করেও ফাঁস জাল ছিঁড়ে বেরোতে পারেনি চিতাবাঘটি।
আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা, কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী
খবর পাওয়া মাত্র এলাকায় যায় কাঠামবাড়ি এবং মালবাজার বন দফতরের কর্মীরা। তাঁরাই জাল দিয়ে আটকে রাখে চিতাবাঘটিকে। এরপর চিতাবাঘটিকে গরুমাড়ায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছু দিন ধরে এই এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। তাতেই বাড়ির উঠোনে ফাঁস জাল পেতেছিলেন শ্রমিক।