Landslide in Gangtok: প্রবল ধসে চাপা পড়ল জাতীয় সড়ক কর্তৃপক্ষের ক্যাম্প, উদ্ধারে সেনা
সিকিমে বিভিন্ন এলাকা ধসে বিপর্যস্ত। দশ নম্বর জাতীয় সড়কে সিকিমের ২০ মাইলে এখন ধস হয়ে চলেছে
নারায়ণ সিংহ রায়: গত দুদিন ধরে পাহাড়ে চলেছে টানা বৃষ্টি। তার মধ্যেই আচমকাই ধস নামল সিকিমের গ্যাংটকের কাছে ১৭ মাইলে। এতেই আটকে পড়েন বেশ কয়েকজন। ওই ধসে চাপা পড়ে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ক্যাম্প অফিস।
ওই অফিসে সেইসময় ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষে বেশ কয়েকজন কর্মী। তড়িঘড়ি ওই চাপা পড়ে যাওয়ার খবর দেওয়া হয় সেনাকে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় ব্ল্যাক ক্যাট ডিভিশনের জওয়ানরা। সেনার ত্রিশক্তি ও ব্ল্যাক ক্যাটের চেষ্টায় উদ্ধার করা হয় ৮ জনকে। এদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর ছিল। তাদের কাছাকাছি সেনা হাসপাতালে পাঠানো হয়। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল।
সিকিমে বিভিন্ন এলাকা ধসে বিপর্যস্ত। দশ নম্বর জাতীয় সড়কে সিকিমের ২০ মাইলে এখন ধস হয়ে চলেছে। এলাকাবাসীরা সেই ধস সরাতে কাজে নেমে পড়েছেন। ধসের ফলে জাতীয় সড়কের দুপাশে জানজটের সৃষ্টি হয়েছে। সিংথাম ও রংপোর যোগাযোগ মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
আরও পড়ুন-Presidential Election: ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত, পওয়ার-প্লেতেই আস্থা বিরোধীদের