Purulia: রেল রোকো কর্মসূচি থেকে সরে এল আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটি...

Purulia Kurmi Protest: মধুকুন্ডা স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটি। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিলেন আদিবাসীরা। সন্ধে ৬ টা পর্যন্ত বন্‌ধের কথা ছিল, তবে সাড়ে দশটায় রেল রোকোর সিদ্ধান্ত থেক সরে আসেন তাঁরা।

Edited By: সৌমিত্র সেন | Updated By: Jun 15, 2023, 01:11 PM IST
Purulia: রেল রোকো কর্মসূচি থেকে সরে এল আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটি...

মনোরঞ্জন মিশ্র: মধুকুন্ডা স্টেশনে রেল রোকো আন্দোলনে সামিল আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটি। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিলেন আদিবাসীরা। সন্ধে ৬ টা পর্যন্ত বন্‌ধের কথা ছিল, তবে সাড়ে দশটায় রেল রোকোর সিদ্ধান্ত থেক সরে আসেন তাঁরা। 

আরও পড়ুন: Kurmi Movement: তৃণমূলের বিপদ! পঞ্চায়েতে কাকে সমর্থন, ঘোষণা আদিবাসী কুড়মি সমাজের

কুড়মি জনগোষ্ঠীদের কোনও ভাবেই সিডিউলড ট্রাইব বা তপশিলি উপজাতি শ্রেণিভুক্ত করা চলবে না। পাশাপাশি রয়েছে গ্রামে গ্রামে স্বশাসনের দাবি, তাঁদের ধর্মাচরণ সারনা ধর্ম কোড চালু করতে হবে ইত্যাদি-- এরকম মোট ৬ দফা দাবিতে ১২ ঘণ্টার ভারত বনধে সামিল হয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান কেন্দ্রীয় কমিটি।

১২ ঘণ্টার এই ভারত বনধ সফল করতে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিসনের অন্তর্গত পুরুলিয়ার মধুকুন্ডা স্টেশন রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কেন্দ্রীয় কমিটি। এদিন সকাল ৬ টা থেকে রেল রোকো আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। চলার কথা ছিল সন্ধে ৬ টা পর্যন্ত। নিজেদের দাবি-দাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে রেল লাইনে মিছিল করেন আদিবাসীরা। তবে পরে রেল রোকো কর্মসূচি আর প্রলম্বিত করেন না তাঁরা। 

আরও পড়ুন: Malbazar: হাতি গুঁড়িয়ে দেয় সীমানা-প্রাচীর, বাড়ি ভেঙে সাবাড় করে খাবারদাবার...

এদিকে, এদিনের রেল রোকো আন্দোলনের জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিসনের অন্তর্গত ওই লাইনে প্রায় ২৭টি ট্রেনকে আগেই বাতিল করার কথা ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ১১টি ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে। রেল রোকো কর্মসূচি উঠে গেলেও এর জেরে সকাল থেকেই সমস্যায় পড়েছেন রেলের নিত্যযাত্রীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.