Krishnendu Narayan Chowdhury: করিমের পর এবার বেসুরো কৃষ্ণেন্দু, দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য!

তৃণমূল কংগ্রেসের সভাপতি কটাক্ষের সুরে বলেন, 'এমন কয়েকজন ব্যক্তি আছে, যারা দলের বিরোধিতা করে। নইলে রাতে ঘুম হয় না।'

Updated By: Apr 20, 2023, 02:08 PM IST
Krishnendu Narayan Chowdhury: করিমের পর এবার বেসুরো কৃষ্ণেন্দু, দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য!

রণজয় সিংহ: উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস নেতা আবদুল করিম চৌধুরীর পর এবার জেলা কমিটি নিয়ে বেসুরো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজনীতি করেননি এমন ব্যক্তি জেলা তৃণমূল কংগ্রেসের কমিটিতে! নতুন কমিটি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। 

প্রসঙ্গত,মালদা জেলা রাজনীতিতে কৃষ্ণেন্দু-সাবিত্রী বিবাদ সুবিদিত। কিন্তু এবার জেলার গন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকল না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অসন্তোষ। সরাসরি দল নিয়ে ক্ষোভ উগরে দিলেন কলকাতা নেতৃত্বের প্রতি। কৃ্ষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'যারা বিগত দিনে দলের মিছিলে হাঁটেননি। স্লোগান দেননি। পাড়ায় পাঁচটি ছেলে নেই। বুথ নির্বাচনে হেরে যায়। তাঁরা দলের দায়িত্বে। কলকাতার নেতারা পর্যালোচনা না করেই জেলা কমিটি তৈরি করেছেন। ফলে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।'  স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষ্ণেন্দুবাবুর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। 

যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুল রহিম বক্সী বিষয়টিকে আমল দিতে নারাজ। তিনি কটাক্ষের সুরে বলেন, 'এমন কয়েকজন ব্যক্তি আছে, যারা দলের বিরোধিতা করে। নইলে রাতে ঘুম হয় না।' ওদিকে এই বিষয়টি নিয়ে দক্ষিণ মালদার বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অম্লান ভাদুরিও কটাক্ষ করেছেন। তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেসের কোন্দল দীর্ঘদিনের। আজ যাঁরা দলের দারিত্ব পেয়েছেন, তাঁরা নিজেদের আত্মীয় স্বজনকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে নিয়েছেন। তাই ক্ষোভ বাড়ছে।'

আরও পড়ুন, Birbhum: 'নামমাত্র পার্টিতে থাকা,' শাহের সভার পরই দল ছাড়লেন বিজেপি নেতা! কেষ্টহীন তৃণমূলেও বড় ভাঙন

'আপনার লোকেরা খুন করেছে মাটিকুন্ডায়,' মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.