ICU-তে দিব্যি বেঁচে রোগী, ডেথ সার্টিফিকেট দিয়ে দেহ নিয়ে যেতে বলল হাসপাতাল

হাসপাতালের ফোন পেয়ে সেখানে দৌড়ে যায় বাড়ির লোকজন। কিন্তু দেখা যায় উদয়শঙ্করবাবুর পরিবর্তে অন্য কারও মৃতদেহ তাদের দেওয়া হচ্ছে

Updated By: Jul 8, 2021, 04:00 PM IST
ICU-তে দিব্যি বেঁচে রোগী, ডেথ সার্টিফিকেট দিয়ে দেহ নিয়ে যেতে বলল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে জানানো হল রোগীর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে যান। হাসপাতালে রোগীর আত্মীরা হাজির হলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হল ডেথ সার্টিফিকেটও। কিন্তু দেহ নিতে গিয়ে চমকে উঠলেন তাঁরা। দেখা গেল যে দেহ দেওয়া হচ্ছে তা তাদের আত্মীয়র নয়। খোঁজ নিয়ে দেখা গেল আইসিইউতে দিব্বি বেঁচে রয়েছেন রোগী।

আরও পড়ুন-Coronavirus: কিছুটা বাড়ল দৈনিক আক্রান্ত, মৃত্যু সংখ্যা এখনও উদ্বেগের

নার্ভের সমস্যা হওয়ার হাওড়ার সলপের বাসিন্দা উদয়শঙ্কর চোঙদার(৫২) নামে এক ব্যক্তিকে গত ৫ জুলাই ভর্তি করা হল কলকাতার লেকটাউনের এক বেসরকারি হাসপাতালে। তাঁকে রাখা হয় আইসিইউয়ের ১ নম্বর বেডে। রোগীর ছেলে শশাঙ্ক চোঙদার জানান, বুধবার বিকেল চারটে চল্লিশ নাগাদ হাসপাতাল থেকে ফোন করে বলা হয় বাবা মারা গিয়েছেন।

হাসপাতালের ফোন পেয়ে সেখানে দৌড়ে যায় বাড়ির লোকজন। কিন্তু দেখা যায় উদয়শঙ্করবাবুর পরিবর্তে অন্য কারও মৃতদেহ তাদের দেওয়া হচ্ছে। সঙ্গে ডেথ সার্টিফিকেও দিয়ে দেওয়া হয়। এরকম পরিস্থিতিতে মৃতদেহ নিয়ে অস্বীকার করেন শশাঙ্কবাবু ও পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদয়শঙ্কবাবুর খোঁজ। দেখা যায় আইসিইউয়ের অন্য একটি বেডে রয়েছেন রোগী। এরকম এক গাফিলতিতে শশাঙ্ক ও পরিবারের লোকজনের সঙ্গে তীব্র বাকবিতন্ডা শুরু হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও পড়ুন-অভাবের জেরে চরমে হতাশা, ঢাকুরিয়ায় বাসের মধ্যে থেকে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ

শেষপর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ওই ডেথ সার্টিফিকেট রোগীর পরিবার থেকে চেয়ে নেয়। নিজেদের ভুলের কথা স্বীকার করে কর্তৃপক্ষ সঠিক চিকিৎসার আশ্বাস দেয়। এনিয়ে হাসপাতালের সিইও দীপঙ্কর সতপতি জানান কেন এরকম ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.