কেন্দ্রীয় হারে ১৫৪% ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মচারীরা
বকেয়া ডিএ-এর টাকা ১০ শতাংশ সুদের হারে দিতে হবে।
নিজস্ব প্রতিবেদন : রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে হাইকোর্টে মামলা করেছিল বিদ্যুৎ বন্টন পর্ষদের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। আজ তার রায় দিল ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত বণ্টন কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতেন। কিন্তু ২০১৬ সাল থেকে ডিএ কম করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ। এরপর ওই বছর কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন, পুরভোটের আগেই টাকা ফেরত পেতে পারেন চিটফান্ড কাণ্ডে প্রতারিতরা!
আরও পড়ুন, করোনার চোখরাঙানির মধ্যেই রাজ্যে লাফিয়ে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে বিদ্যুৎ বণ্টন পর্ষদ। সেই মামলার রায়ে বণ্টন কর্মচারীদের কেন্দ্রীয় হারে (১৫৪%) ডিএ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে বকেয়া ডিএ-এর টাকা ১০ শতাংশ সুদের হারে দিতে হবে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।