শিশু পাচার রুখতে পথ নাটক, এগিয়ে এল কাটোয়া রেল পুলিস
জনসাধারণের সচেতনতার অভাবে শিশু পাচারের সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলা যায়নি বলে রেল সূত্রে খবর। সেই সমস্যা দূর করতে শুক্রবার কাটোয়া স্টেশন চত্বরে একটি পথনাটিকা অনুষ্ঠিত হল
নিজস্ব প্রতিবেদন: শিশু পাচার রুখতে অভিনব ভাবে প্রচার শুরু করল কাটোয়া রেল পুলিস। কাটোয়া চাইল্ড লাইনের সহযোগিতায় স্টেশনের প্লাটফর্মের উপর নাটকের মাধ্যমে চলল জনসচেতনতা।
আরও পড়ুন- পঞ্চায়েতের ঢাকে কাঠি, ঘোষিত হল চূড়ান্ত নির্ঘণ্ট
জনসাধারণের সচেতনতার অভাবে শিশু পাচারের সমস্যা পুরোপুরি মিটিয়ে ফেলা যায়নি বলে রেল সূত্রে খবর। সেই সমস্যা দূর করতে শুক্রবার কাটোয়া স্টেশন চত্বরে একটি পথনাটিকা অনুষ্ঠিত হল। অষ্টক নামে একটি নাট্যসংস্থার পরিচালনায় শিশু সুরক্ষায় সচেতনতার জন্য পথনাটিকা অনুষ্ঠিত হল। উদ্যোগ নিয়েছে কাটোয়া চাইল্ড লাইন ও কাটোয়া জি আর পি। উপস্থিত ছিলেন কাটোয়ার জি আর পি ও সি জয় চক্রবর্ত্তী, আর পি এফ আধিকারিক সহ কাটোয়ার চাইল্ড লাইনের অফিসার সুচেতনা ভট্টাচার্য সহ চাইল্ড লাইনের অন্যান্য প্রতিনিধিরা।
আরও পড়ুন, পঞ্চায়েত নির্বাচনে চাই না কেন্দ্রীয় বাহিনী, শুরুতেই জানিয়ে দিল নবান্ন
এই প্রচার লাগাতার চলবে বলে জানালেন কাটোয়া রেলপুলিসের আধিকারিক জয় চক্রবর্তী।
চাইল্ড লাইনের আধিকারিক সুচেতনা চ্যাটার্জি মতে, নাটক এর মাধ্যমে প্রচার করলে খুব সহজে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়।