চিকিত্সক সেজে ২০০ টাকা ফি নিয়ে প্রতারণা! অভিযুক্ত নার্সিংহোম মালিকের ছেলে

কালনা থানা পুলিসের হাতে ধরা পড়ে ভুয়ো চিকিৎসকের সহকর্মী।

Updated By: Dec 26, 2018, 07:27 PM IST
চিকিত্সক সেজে ২০০ টাকা ফি নিয়ে প্রতারণা! অভিযুক্ত নার্সিংহোম মালিকের ছেলে

নিজস্ব প্রতিবেদন:  নাম করা চিকিৎসকের গড়হাজিরায় সেই চিকিৎসক সেজে রোগীকে চিকিৎসা করার অভিযোগ উঠল কালনার বৈদ্যপুরের এক নার্সিংহোমের মালিকের ছেলের বিরুদ্ধে। এই ঘটনার জেরে অভিযুক্ত ও তার সহকর্মীর বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে রোগীর আত্মীয়। ঘটনায়  গ্রেফতার সহকর্মী।

আরও পড়ুন- মা বকাবকি করায় পরীক্ষায় অকৃতকার্য মেয়ে নিল চরম পদক্ষেপ

মঙ্গলবার  পেটের যন্ত্রনা নিয়ে কালনার বৈদ্যপুর মোড়ে একটি নার্সিং হোমে স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে যান কালনার রাহাতপুর গ্রামের আনসার আলী মণ্ডল। এই নার্সিংহোমে সুচিকিৎসক মধুসূদন গুপ্তর কাছে চিকিৎসার পরিষেবা নেওয়ার কথা জানান রোগীর আত্মীয়। তখন এই নার্সিং হোমের মালিকের ছেলে বাবাই নিজেকে মধুসূদন গুপ্ত বলে পরিচয় দিয়ে ২০০ টাকা ভিজিট নিয়ে রোগীর চিকিৎসা করেন।

আরও পড়ুন- অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তান নষ্ট করে দেওয়ার হুমকি চিকিত্সকের!

নার্সিং হোমের কাগজেই গড়গড়িয়ে লিখেদেন ওষুধ ও এক্সরে করার কথা।  প্রেসক্রিপশনে চিকিৎসকের সই না থাকায় সেটি জানতে চাইলে রোগীর আত্মীয়দের সঙ্গে বচসার শুরু হয়। রোগীর আত্মীয়দের ভুল বোঝাতে থাকেন তার সহকর্মী। এইভাবে প্রতারণা ও রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে কালনা থানায় যায় রোগীর আত্মীয়রা। অভিযোগও দায়ের করেন।

আরও পড়ুন- দ্বিতীয় স্বামী প্রতুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে দেয়নি অদিতি, প্রকাশ্যে এসে জানালেন ননদ

যদিও ততক্ষণে ভুয়ো চিকিৎসক নার্সিং হোম থেকে পালিয়ে যায়। কালনা থানা পুলিসের হাতে ধরা পড়ে ভুয়ো চিকিৎসকের সহকর্মী।

.