জলদাপাড়া জাতীয় উদ্যানে জারি লাল সতর্কতা, গন্ডার নিধন রুখতে কড়া পদক্ষেপ

বনকর্তারা নিশ্চিত ছিল যে এটি চোরাশিকারের ঘটনা। এই প্রথম নয়। উত্তরবঙ্গে চোরাশিকার গত কয়েক বছর ধরেই বনকর্তাদের মাথাব্যথা হয়ে উঠেছে।

Updated By: Dec 26, 2018, 06:18 PM IST
 জলদাপাড়া জাতীয় উদ্যানে জারি লাল সতর্কতা, গন্ডার নিধন রুখতে কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন:  জলদাপাড়া ন্যাশনাল পার্কে লাল সতর্কতা জারি  করল বনদফতর ।  বুধবার দিনভর বনদফতর পুলিস ও এসএসবি যৌথভাবে টহল দেয় অভয়ারণ্যে। নিকটবর্তী বস্তি ও এলাকাতেও তল্লাশি চালান বনদফতরের কর্তারা।

গরুমারায় গন্ডার হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ৩ জনকে। ধৃত ৩ জন-ই মেটেলি ব্লকের বাসিন্দা। অন্যদিকে এদিন গরুমারা সাউথ রেঞ্জ আধিকারিদের সঙ্গে বৈঠক করলেন স্থানীয় পরিবেশপ্রেমীরা। কোথায় কোথায় টহলদারি বাড়াতে হবে, সেই নিয়েই বৈঠকে আলোচনা হয়।

বড়দিনের সকালে গরুমারা ফরেস্ট রেস্ট হাউসের অদূরেই পাওয়া যায় একটি পূর্ণবয়স্ক পুরুষ গন্ডারের মৃতদেহ। গন্ডারের খড়গটি তার দেহ থেকে কেটে নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: চন্দ্রকোণায় বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

বনকর্তারা নিশ্চিত ছিল যে এটি চোরাশিকারের ঘটনা। এই প্রথম নয়। উত্তরবঙ্গে চোরাশিকার গত কয়েক বছর ধরেই বনকর্তাদের মাথাব্যথা হয়ে উঠেছে।

গরুমারা ও জলদাপাড়া দেশের এক শৃঙ্গ গন্ডারের যে চারটি বাসস্থান রয়েছে তার মধ্যে অন্যতম। গত কয়েকবছরে বার বার এই দুই জঙ্গলে নেমে এসেছে চোরাশিকারির থাবা। ২০১৪ সালে গরুমারায় সাম্প্রতিককালের প্রথম গন্ডার চোরাশিকারের ঘটনা সামনে আসে। ২২ বছর পর সেটাই ছিল গরুমারায় প্রথম চোরাশিকার। এরপর ২০১৭ সালের এপ্রিলে গরুমারাতেই ২টি গন্ডার চোরাশিকারের ঘটনা ঘটে। একই সময়ে জলদাপাড়াতেও একটি গন্ডার চোরাশিকারের ঘটনা সামনে আসে। এর আগে ২০১৫ সালে ৩ টি গন্ডার চোরাশিকার হয় জলদাপাড়ায়।

চোরাশিকার রুখতে গত বছর ডিসেম্বরেই বিশেষভাবে প্রশিক্ষিত ৩টি কুকুর পাঠানো হয় উত্তরবঙ্গে। কিন্তু তারপরেও চোরাশিকারের ঘটনা ঘটেছে। স্থানীয় পরিবেশপ্রেমীরা এই ঘটনায় বন দফতরের নজরদারির গাফিলতির দিকে আঙুল তুলেছে। বনদফতর আবার নজরদারির অভাবের জন্য কর্মীপদ শূন্য থাকাকেই দায়ি করেছে।

.