Mamata-র ভাষা বাংলার সংস্কৃতি নয়, TMC নেত্রীর শব্দবাণের পাল্টা Nadda-র

বাংলার মেয়ে ও দিদিরা এখানে সুরক্ষিত নন, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সভাপতির। 

Updated By: Feb 25, 2021, 06:45 PM IST
Mamata-র ভাষা বাংলার সংস্কৃতি নয়, TMC নেত্রীর শব্দবাণের পাল্টা Nadda-র

নিজস্ব প্রতিবেদন: 'হোঁদল কুতকুত', 'কিম্ভূত কিমাকার', 'দাঙ্গাবাজ', 'ধান্দাবাজ', 'রাবণ', 'দানব'- বুধবার হুগলির সাহাগঞ্জের সভায় একের পর এক বিশেষণে মোদী-শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নৈহাটির জনসভায় মমতার এই শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর কথায়, 'এই ভাষা বাংলার সংস্কৃতি নয়। মমতা বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন না।'

এ দিন জেপি নাড্ডা (JP Nadda) বলেন,'বিজেপির লক্ষ্য সোনার বাংলা। সেই বাংলা হবে ঈশ্বরচন্দ্রের, বিবেকানন্দের, সুভাষচন্দ্রের ও রবীন্দ্রনাথ ঠাকুরের। কাল হুগলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে ভাষার প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্য আমি দুঃখিত। উনি বাংলার সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন না। এটা মমতার বাংলা নয়। সেই সোনার বাংলাকে ফেরাতে হবে।'

'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে প্রচার করছে তৃণমূল কংগ্রেস (TMC)। ওই প্রসঙ্গে তুলে রাজ্যে নারী সুরক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন জেপি নাড্ডা (JP Nadda)। তিনি বলেন, 'কখনও আপনি মেয়ে, কখনও দিদি! আমাদের কোনও আপত্তি নেই। আপনি বাংলার মেয়ে, দিদিই। কিন্তু বাংলার মহিলাদের কী হাল! ধর্ষণের ঘটনায় শীর্ষে বাংলা। গার্হস্থ্য হিংসা সবচেয়ে বেশি বাংলায়। মানবপাচারে শীর্ষে এ রাজ্য়ই। চাবাগানে আদিবাসী মহিলাদের বেশি মানবপাচার হয়। দিদি আপনি বাংলার মেয়েদের চিন্তা করেননি। মণীশ শুক্লা শহিদ হয়েছে। তাঁর স্ত্রীর কপালে সিঁদুর মুছে গিয়েছে। বাংলার শিরোনামে আসা ধর্ষণের ঘটনাগুলিতে এখনও বিচার হয়নি। বাংলার মেয়ে ও দিদিরা এখানে সুরক্ষিত নন।'

আরও পড়ুন- মতুয়াদের ভোটার কার্ড অবৈধ হলে, PM নরেন্দ্র মোদী অবৈধ : অভিষেক

.