জলপাইগুড়ি TMC-তে জোর ধাক্কা, দল ছাড়লেন যুবর সাধারণ সম্পাদক
,"সিন্ডিকেটের সাথে যারা যুক্ত তারাই দলে বেশি সম্মান পায়। আমরা সম্মান পাই না। এইভাবে দলে থাকা যায় না। তাই আমি পদত্যাগ করলাম।"
নিজস্ব প্রতিবেদন : জলপাইগুড়ি তৃণমূলে (TMC) ভাঙন। দল ছাড়ছেল জলপাইগুড়ি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক রূপম ঘোষ (Rupam Ghosh)। তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকে সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
এদিন তাঁর পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে। একইসঙ্গে পর্যটনমন্ত্রী গৌতম দেব, যুবর জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি এবং ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক তৃণমূল (TMC) সভাপতি দেবাশিষ প্রামাণিকের কাছেও পদত্যাগ পত্র পাঠিয়েছেন রূপম ঘোষ (Rupam Ghosh)। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অনেকদিন থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। আগে কয়েকবার দল ছাড়ার চেষ্টাও করেন। তবে তখনকার মতো আবার সেই সিদ্ধান্ত স্থগিতও হয়ে যায়। শেষমেশ আজ দল ছাড়লেন তিনি। ভোটের মুখে দল ছাড়ায় জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুন, ফের দলবদল? দিলীপ ঘোষের সঙ্গে মর্নিংওয়াকে তৃণমূলের দেবাশিস জানা
দলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে দল ছাড়েন রূপম ঘোষ (Rupam Ghosh)। তাঁর অভিযোগ,"সিন্ডিকেটের সাথে যারা যুক্ত তারাই দলে বেশি সম্মান পায়। আমরা সম্মান পাই না। এইভাবে দলে থাকা যায় না। তাই আমি পদত্যাগ করলাম।" এদিকে রূপম ঘোষের দলত্যাগ প্রসঙ্গে যুব তৃণমূলের (TMC) জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, "শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়, বৈশাখী ডালমিয়ারা দল ছেড়েছেন। তাতে দলে কোনও প্রভাব পড়েনি। আর রূপম ঘোষের সাথে কোনও লোকজন নেই। ও একা একা রাজনীতি করে। তাই দলে বিন্দুমাত্র প্রভাব পড়বে না।"
আরও পড়ুন, কেশপুরে বাম-কংগ্রেসের মহামিছিলে 'টুম্পা সোনা', রুচিবোধ নিয়ে কটাক্ষ BJP-র