Jalpaiguri: পানীয় জল-রাস্তার দাবিতে বিক্ষোভ, তৃণমূল প্রধানের বিরুদ্ধে মুখ খুললেন উপপ্রধান

প্রায় এক বছর ধরে বিশুদ্ধ পানীয় জল মিলছে না, পাশাপাশি রাস্তাঘাট বেহাল। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালি চা বাগান এলাকার বাসিন্দারা।

Updated By: Mar 16, 2024, 12:48 PM IST
Jalpaiguri: পানীয় জল-রাস্তার দাবিতে বিক্ষোভ, তৃণমূল প্রধানের বিরুদ্ধে মুখ খুললেন উপপ্রধান

প্রদ্যুৎ দাস: পানীয় জল থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত চা বাগানের শ্রমিকরা। পাশাপাশি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে খোদ শাসকদলের উপপ্রধানই প্রধানের বিরুদ্ধে সরব হলেন। উপপ্রধানকে অন্ধকারে রেখে সমস্ত কাজকর্ম করছে প্রধান বলে অভিযোগ। লোকসভা ভোটের মুখে জলপাইগুড়িতে প্রধান, উপপ্রধানের কাজিয়া। এই নিয়ে এবার কটাক্ষ বিজেপির।

প্রায় এক বছর ধরে বিশুদ্ধ পানীয় জল মিলছে না, পাশাপাশি রাস্তাঘাট বেহাল। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালি চা বাগান এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: Bankura: চোলাইয়ে আসক্ত শিশুরাও! ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত গ্রামের মহিলারা...

সেই বিক্ষোভে উপস্থিত ছিলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও। তাঁর অভিযোগ প্রধান সরকারি প্রকল্প সহ উন্নয়ন করলা ভ্যালি চা বাগান এলাকায় পৌঁছে দিতে পারছেন না।

যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মন্ডলের বক্তব্য, 'ভিত্তিহীন অভিযোগ।  বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলছে। জলের সমস্যা দেখে নেওয়া হচ্ছে’।

আরও পড়ুন: Bankura News: ৬০ লক্ষ বকেয়া পাওনা! অনশনে বন দফতরের ঠিকা শ্রমিকদের...

তাঁর অভিযোগ, 'সম্প্রতি মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির বিভিন্ন চা বাগান এলাকার বাসিন্দাদের পাট্টা প্রদান করে। সেই সময় পাট্টার জন্য ফর্ম ফিলাপ করতে উপপ্রধান ও তার বাবা বাধা দেন। আমরা দলীয় নেতৃত্বদের নিয়ে সেই কাজ করি। এরপর থেকেই উপপ্রধান আমার নামে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়’।

বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন, ‘কাটমানির জন্যই উপপ্রধান তার দলেরই প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এরকম ঘটনা জেলা জুড়ে কেন রাজ্য জুড়েই রয়েছে। তৃণমূল দলের কাছে এগুলো নতুন ঘটনা নয়। এই দল হচ্ছে কাটমানির দল। এখন মানুষ বুঝে গেছে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.