Jalpaiguri: জলপাইগুড়িতে ভয়ংকর রক্তারক্তি কাণ্ড! শিউরে ওঠার মত ঘটনা
প্রতিবেশী এক মহিলার উপর অতর্কিতে চাকু নিয়ে হামলা করে। ওই মহিলাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকলে, তাঁকে বাঁচাতে অন্যরা ছুটে আসে।
প্রদ্যুত্ দাস: শনিবার সাতসকালে ভয়ংকর কাণ্ড! ৯ জনের পেটে ছুরি বসাল মানসিক ভারসাম্যহীন এক যুবক। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার সাতসকালে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়।
স্থানীয়রা ওই যুবককে পাকড়াও করে। তাঁকে বেঁধে রাখে। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিস এসে অভিযুক্ত ওই যুবককে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্ত স্থানীয় ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। শনিবার সকালে সে প্রতিবেশী এক মহিলার উপর অতর্কিতে চাকু নিয়ে হামলা করে। ওই মহিলাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকলে, তাঁকে বাঁচাতে অন্যরা ছুটে আসে।
তখন অভিযুক্ত ওই যুবক একে একে ৯ জনের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। পাশাপাশি দুটি ছাগল, একটি কুকুরের পেটেও ছুরি বসিয়ে দেয় সে। এরপর একটি ধানের গাদাতেও আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এরপর স্থানীয় যুবকরাই সুযোগ বুঝে তাকে পাকড়াও করে বেঁধে ফেলে। তাকে বেঁধে রেখে পুলিসকে খবর দেয়।
আরও পড়ুন, 'দখলদারির রাজনীতির করুণ পরিণতি', তৃণমূল নেতা খুনে থমথমে নওদা প্রসঙ্গে কটাক্ষ বিরোধীদের
পাশাপাশি আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন রফিনা খাতুন, মজিনা খাতুন, কুলসুমা বেগম, তাছলিমা বেগম, ফরিদুল ইসলাম, আবদুল করিম, মনছুর আলি, নূর ইসলাম ও রমজান আলি। তবে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। ওই ২ মহিলা ও ৩ পুরুষকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা দেওয়া হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিস গিয়ে ওই যুবককে আটক করে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)