Jalpaiguri: একেবারে কাছে দেখার সুযোগ হাতির স্নান, গোরুমারায় পর্যটকদের জন্য এবার নতুন চমক

Jalpaiguri: বর্ষ শেষে ডুয়ার্স প্রেমীদের জন্য একের পর এক খবর নিয়ে হাজির জলপাইগুড়ি বনদপ্তর। এবার আর হতাশ হয়ে ফিরতে হবে না পর্যটকদের। জানালেন জলপাইগুড়ি বনদপ্তর বিভাগ।

Updated By: Dec 9, 2024, 01:32 PM IST
Jalpaiguri: একেবারে কাছে দেখার সুযোগ হাতির স্নান, গোরুমারায় পর্যটকদের জন্য এবার নতুন চমক

প্রদ্যুত্ দাস: বছরের শেষে ডুয়ার্স-প্রেমীদের জন্য একের পর এক খবর নিয়ে হাজির জলপাইগুড়ি বনদফতর। এখন থেকে ডুয়ার্সের জঙ্গলে গেলেই বন্যপ্রাণ দর্শন হবেই হবে। ট্রিপ হবে রোমাঞ্চে ভরপুর। আর হতাশ হয়ে ফিরতে হবে না পর্যটকদের। খুশির এই খবর জানালেন, জলপাইগুড়ি গোরুমারা বন্যপ্রাণ বিভাগের এডিএফও রাজীব দে।

আরও পড়ুন- মুর্শিদাবাদে ফের বোমার বলি ৩! বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ...

জলপাইগুড়ি গোরুমারা অভয়ারণ্যে পর্যটকদের জন্য থাকছে এক নতুন চমক। এখনব থেকে এখানে পর্যটকরা দেখতে পাবেন কীভাবে মাহুতরা হাতিদের স্নান করায়। এই দৃশ্য এক্কেবারে কাছ থেকে দেখার সুযোগ পাবে পর্যটকরা। হাতি সাফারি থেকে শুরু করে জঙ্গলের ভেতর কম খরচে সরকারি বন বাংলোয় থাকার সুযোগ, সোলার হ্যারিকেনের আলোয় রাতযাপনের সুযোগের পর এবার বন্যপ্রাণকে কাছ থেকে দেখার সুযোগ করে দিল বনদফতর।

আরও পড়ুন-  দুর্গাপুরের মেলায় বাংলাদেশি পতাকা, স্টল ভাঙচুর করার হুমকি বিজেপির

নতুন এই পরিষেবাটির মাধ্যমে পর্যটকদের মধ্যে যে শুধুই নতুন অভিজ্ঞতার সঞ্চয় হবে তা কিন্ত না। মানুষ বন্যপ্রাণী সংরক্ষণেরও গুরুত্ব উপলব্ধি করবে। এছা়ড়াও এই নতুন পরিষেবাটির মধ্যে দিয়ে পর্যটকদের ভীড় বাড়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক দিকেরও বদল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- বিকেল থেকেই পারদ পতন বঙ্গে! সঙ্গে ৯ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা...

গোরুমারার ধূপঝোড়াতেও পর্যটকদের জন্য থাকছে নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা যা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। বহুদিন বন্ধ থাকার পর খুব শীঘ্রই এই অঞ্চলে বনদফতর একটি বিশেষ পর্যটন পরিষেবা চালু করতে চলেছেন। তাই বলাই যায়, বর্ষশেষে ডুয়ার্স প্রেমীদের কাছে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে জলপাইগুড়ি বনদপ্তর বিভাগ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.