শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর

জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। রাজস্থানের প্রাক্তন সাংসদ। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি। 

Updated By: Jul 30, 2019, 02:12 PM IST
শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ১৯তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকর। মঙ্গলবার রাজভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা আবদুল মান্নান। 

জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। রাজস্থানের প্রাক্তন সাংসদ। রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯১, নবম লোকসভায় সাংসদ ছিলেন তিনি। 

সোমবার রাজ্যে পৌঁছন নতুন রাজ্যপাল। বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দেয় রাজ্য সরকার। এর পর তিনি সোজা পৌঁছে যান রাজভবনে। 

নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছিলেন উন্নাওয়ের নির্যাতিতা!

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। গত সপ্তাহেই রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

.