নাছোড় বৃষ্টি থেকে মিলবে রেহাই, তৃতীয়ায় সুখবর হাওয়া অফিসের
খুব একটা আশার খবর নেই উত্তরবঙ্গের জন্য
নিজস্ব প্রতিবেদন: দেবীপক্ষের তৃতীয়া। কয়েকদিন আকাশের ভাবগতিক দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল বাঙালির কপালে। নাছোড় বৃষ্টির হাত থেকে মুক্তি কি মিলবে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আম বাঙালির মুখেমুখে। এরকম এক অবস্থায় আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন-দেবীপক্ষেই দলবদল, তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
এদিকে, খুব একটা আশার খবর নেই উত্তরবঙ্গের জন্য। মঙ্গলবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে কয়েক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন-অবশেষে ওপার বাংলা থেকে কলকাতায় এল ৩০ টন পদ্মার ইলিশ
উল্লেখ্য, পাঞ্জাব থেকে অসম পর্যন্ত তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এখন তা দক্ষিণ থেকে সরে উত্তরে গিয়েছ। এর জেরেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।