খড়্গপুরে ফের ই-টিকিট জালিয়াতির পর্দাফাঁস!
এই দুই ট্রাভেল এজেন্ট রেলের ওয়েবসাইট হ্যাক করে টিকিট জালিয়াতি করছিল বলে অভিযোগ। তার জন্য শতাধিক ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়।
নিজস্ব প্রতিবেদন: ফের ই-টিকিট জালিয়াতির পর্দাফাঁস। আবারও খড়গপুরে। গত দুসপ্তাহের মধ্যে পরপর তিনবার। অভিযান চালিয়ে এক ট্রাভেল এজেন্সির দুই কর্ণধারকে গ্রেফতার করল রেল পুলিসের অপরাধ দমন শাখা।
আরও পড়ুন: মধ্যরাতে অনুব্রতর গড়ে ভয়ঙ্করকাণ্ড, সকাল থেকেই খোঁজ নেই গ্রামের পুরুষদের!
এই দুই ট্রাভেল এজেন্ট রেলের ওয়েবসাইট হ্যাক করে টিকিট জালিয়াতি করছিল বলে অভিযোগ। তার জন্য শতাধিক ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়। রেল পুলিশের তদন্তকারী দল কয়েকদিন ধরে ট্রাভেল এজেন্সির ওপর নজর রাখছিলেন।
আরও পড়ুন: প্রেমিকা অন্য যুবকের হাত ধরে পার্কে ঘুরছে, শাস্তি দিতে প্রেমিক বন্দুক নিয়ে যেতেই হেসে ফেললেন সকলে!
শনিবার সংস্থার অফিসে হানা দিয়ে কম্পিউটার, প্রিন্টার, মোবাইল সহ নগদ বাজেয়াপ্ত করেন তাঁরা। উদ্ধার হয়েছে কয়েকশে জাল টিকিটও। রেল সূত্রে খবর, রেড চিলি সফটওয়্যারের সাহায্যেই চলত জালিয়াতি । উদ্ধার হয়েছে সফটওয়্যারও। আইআরসিটিসি-র এজেন্ট সেজে ভুয়ো অ্যাকাউন্ট খুলেই চলত লেনদেন। জানতে পেরেছে তদন্তকারীরা।