দিলদার খুনে বদলি আইও

সিউড়িতে শেখ দিলদার খুনে বদলি করা হল তদন্তকারী অফিসারকে। সোমবার পঞ্চায়েত মনোনয়নের অতিরিক্ত দিনে বুকে গুলি লেগে খুন হন শেখ দিলদার। খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে ছিলেন সিউড়ি থানার এসআই সৌম্য দত্ত। তাঁকে সরিয়ে দায়িত্ব এবার তদন্তের দেওয়া হল সিউড়ি থানার আইসি দেবাশিস পান্ডাকে।

Updated By: Apr 26, 2018, 02:22 PM IST
দিলদার খুনে বদলি আইও

নিজস্ব প্রতিবেদন : সিউড়িতে শেখ দিলদার খুনে বদলি করা হল তদন্তকারী অফিসারকে। সোমবার পঞ্চায়েত মনোনয়নের অতিরিক্ত দিনে বুকে গুলি লেগে খুন হন শেখ দিলদার। খুনের ঘটনায় তদন্তের দায়িত্বে ছিলেন সিউড়ি থানার এসআই সৌম্য দত্ত। তাঁকে সরিয়ে দায়িত্ব এবার তদন্তের দেওয়া হল সিউড়ি থানার আইসি দেবাশিস পান্ডাকে।

পাশাপাশি এই খুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বীরভূম জেলা পুলিস। খুনের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪ বিজেপি কর্মীকে। তবে ঘটনার চারদিনের পরও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিস। ফলে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন, বিক্ষুব্ধ ঘাসফুলকে কাছে টেনে পঞ্চায়েতে খেলা ঘোরানোর কৌশল পদ্মফুলের

২৩ এপ্রিল সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে। সেদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূম। অভিযোগ, বেলা সাড়ে ১২টা নাগাদ সিউড়ি ১ নম্বর ব্লক অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন একদল যুবক। তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই দিলদারের মৃত্যু হয়।

আরও পড়ুন, পর পর জমা পড়ল 'ভূতুড়ে' বিরোধী মনোনয়ন! জানে না দল

দিলদার হত্যাকাণ্ড ঘিরে চরমে ওঠে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি দুই দলই মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করে।

.