বেঙ্গল গুজরাত নয়, পুলিসকে কড়া হাতে গুন্ডামি মোকাবিলার নির্দেশ দিয়েছি, নবান্নে মমতা

মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা খবর পাচ্ছি কিছু কিছু জায়গায় ওসি বা সাব ইন্সপেক্টররা দায়িত্ব পালন করছেন না। অনেকে ভাল কাজ করছেন। তবে তিন-চারটে জেলায় এই সমস্যাটা হচ্ছে। কারা এসব করছে তা আমরা খোঁজ করছি।

Updated By: Jun 10, 2019, 03:31 PM IST
বেঙ্গল গুজরাত নয়, পুলিসকে কড়া হাতে গুন্ডামি মোকাবিলার নির্দেশ দিয়েছি, নবান্নে মমতা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিসকে আরও কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গুন্ডামি বরদাস্ত করবে না সরকার। সোমবার নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সন্দেশখালি কাণ্ড নিয়ে এদিন সরাসরি কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। 

 

মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা খবর পাচ্ছি কিছু কিছু জায়গায় ওসি বা সাব ইন্সপেক্টররা দায়িত্ব পালন করছেন না। অনেকে ভাল কাজ করছেন। তবে তিন-চারটে জেলায় এই সমস্যাটা হচ্ছে। কারা এসব করছে তা আমরা খোঁজ করছি। কারা ব্যবস্থা গ্রহণ করছে না, কারা গুন্ডামিকে মদত করছে, এর পিছনে কী খেলা আছে সেটাও আমরা লক্ষ্য রাখছি। এটাকেও আমরা কড়া হাতে মোকাবিলা করব।' 

এদিন মুখ্যমন্ত্রী ফের মনে করিয়ে দেন, 'বেঙ্গল গুজরাত নয়। লোকসভা নির্বাচনের পর থেকে উত্তর প্রদেশে ২৫ জন যাদব সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছে। শিশুরা খুন হচ্ছে। আমরা এটা চাই না।' 

বনধে উত্তপ্ত বসিরহাট, বাসন্তী হাইওয়ে অবরোধ ক্ষুব্ধ বিজেপি সমর্থকদের

লোকসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন জেলা। সাম্প্রতিকতম ঘটনায় গত শনিবার রাতে উত্তর ২৪ পরগনার ন্যাজাটে দু'পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। এদের মধ্যে ২ বিজেপি কর্মী ও ১ তৃণমূলকর্মীর দেহ উদ্ধার হয়েছে। একের পর এক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধিতা। এদিন তাঁরই জবাব দিলেন মমতা। বুঝিয়ে দিলেন হাল ছাড়ার বান্দা নন তিনি। 

.