একদিনে করোনায় মৃত্যু ৫০ জনের, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৯,৭৮৫

গত ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত হে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩,১৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩০৮ জন। 

Updated By: Aug 31, 2020, 01:51 AM IST
একদিনে করোনায় মৃত্যু ৫০ জনের, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৫৯,৭৮৫
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহেই স্বস্তির আশ্বাস দিচ্ছে পরিসংখ্যান। গত ৭ দিনের হিসাব অনুযায়ী কলকাতায় রোজই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১,৫৯,৭৮৫ জন। ৩০ অগাস্ট অনুযায়ী রাজ্যে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫,৬৫৭ জন।

আরও পড়ুন:  টেলিভিশন থেকে সৃজিতের সিনেমা! রোল পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার অভিনেত্রী

গত ১ দিনে রাজ্যে করোনা আক্রান্ত হে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৩,১৭৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩০৮ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১,৩০,৯৫২ জন। সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮১.৯৬ শতাংশ।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী গত এক সপ্তাহের হিসাব বলছে কলকাতায় রোজই কমেছে । শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২৮ জন। যদিও আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া।

.