Video: Mamata প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান পাস হবে: Dev

ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে দেব। দেখুন ভিডিও।

Updated By: Aug 4, 2021, 05:53 PM IST
Video: Mamata প্রধানমন্ত্রী হলে তবেই ঘাটাল মাস্টার প্ল্যান পাস হবে: Dev

নিজস্ব প্রতিবেদন: ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গেলেন অভিনেতা-সাংসদ দেব তথা দীপক অধিকারী। নৌকা করে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বললেন। পাশে থাকার আশ্বাস দিলেন। দুর্গতদের পরিবারের হাতে সাহায্যেও তুলে দিলেন তিনি। বিলি করলেন ত্রাণ সামগ্রী। অভিনেতা-সাংসদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হবে, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান পাস করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। 

আজ সড়ক পথে প্লাবিত আমতায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। DVC ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের DVC-র খাল সংস্কার না করার ফল। এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।' প্রশাসনের আধিকারীকদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, 'সাধারণ মানুষের পাশে থাকুন।' দুর্গত এলাকা পরিদর্শন সেরে পরিস্থিতি খারাপ হওয়ায় কলকাতায় ফেরার সদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি খানাকুলে যাব ভেবেছিলাম। তবে অবস্থা খারাপ।'

আরও পড়ুন:WB Flood Situation: জলের নীচে বাড়িঘর, আকাল পানীয় জলের! ভয়াবহ জেলার বন্যা পরিস্থিতি

আরও পড়ুন: PM Kisan Samman Nidhi Scheme:ফের কৃষক সম্মান নিধি সংঘাত, না মঞ্জুর ৯.৫ লক্ষ আবেদন

বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি।  গোটা এলাকা জলমগ্ন থাকায়, রাস্তায় দাঁড়িয়েই প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা কীভাবে উদ্ধার কার্য চালাচ্ছেন, কতজনকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, সমস্ত তথ্য জেনে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও দেখছেন বাজ পড়ছে। পরিস্থিতি খারাপ। সাবধানে থাকুন।' 

 

.