খুনকে আত্মহত্যার মোড়ক দিতে স্ত্রী-র মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: স্ত্রীকে পিটিয়ে খুন, আত্মহত্যার মোড়ক দিতে মুখে বিষ ঢেলে দেওয়ার  অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের বাবা।  এর আগেও বহুবার   মারধরের অভিযোগও উঠেছে স্বামী দেবু সর্দারের বিরুদ্ধে । এবার খুনের অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক দেবু সর্দার।

এদের মা নেই। মারা গেছে। বাবা পলাতক। অভিযোগ বাবাই নাকি মাকে খুন করেছে। জয়নগরের গড়দেওয়ানি গ্রামে বিয়ে হয়েছিল কুলতলির মামনি সর্দারের। স্বামী দেবু সর্দার দিনমজুর। রয়েছে দুই শিশু পুত্র। অভিযোগ উঠেছে, মামনি সর্দারকে বেধড়ক মারধর করে দেবু সর্দার। প্রচণ্ড মারে মৃত্যু হয় মামনির। এবার ঘটনাকে আত্মহত্যার মোড়ক দিতে মৃতার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। অভিযোগ মৃত স্ত্রীকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় দেবু সর্দার। এমনকি মেয়ের বাড়ির লোকজনকেও খবর দেওয়া হয়না।

English Title: 
Husband murdered wife brutally
News Source: 
Home Title: 

খুনকে আত্মহত্যার মোড়ক দিতে স্ত্রী-র মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

খুনকে আত্মহত্যার মোড়ক দিতে স্ত্রী-র মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Yes
Is Blog?: 
No
Section: