আদিবাসী গর্জন : যৌন নির্যাতন ও নাবালিকা গণধর্ষণের প্রতিবাদে রায়গঞ্জ বাসস্ট্যান্ডে আগুন

Updated By: Jul 14, 2017, 06:44 PM IST
আদিবাসী গর্জন : যৌন নির্যাতন ও নাবালিকা গণধর্ষণের প্রতিবাদে রায়গঞ্জ বাসস্ট্যান্ডে আগুন

ওয়েব ডেস্ক: রায়গঞ্জ বাসস্ট্যান্ডে দুই আদিবাসী মহিলার যৌন নির্যাতন। ২ আর্দিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। প্রতিবাদে গর্জে উঠল আদিবাসী সমাজ। আগুন ধরিয়ে দেওয়া হল রায়গঞ্জ বাসস্ট্যান্ডে।

এই বাসস্ট্যান্ডেই ২ আদিবাসী মহিলার যৌন নির্যাতন হয়। ২ নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রবিবার ধর্মঘটের দিন ফাঁকা বাসস্ট্যান্ডে ২ আদিবাসী মহিলাকে যৌন নির্যাতন করে ৬ মদ্যপ যুবক। তুলে নিয়ে যাওয়া হয় আরও ২ আদিবাসী নাবালিকাকে।

মঙ্গলবার ২৪ ঘণ্টা এই খবর সম্প্রচারের পরেই উদ্ধার হয় ২ নাবালিকা। গণধর্ষণের অভিযোগ তোলেন তাঁরা। কিন্তু, অপহরণকারী ৩ দুষ্কৃতীকে ধরতে পারেনি পুলিস। শুক্রবার রায়গঞ্জে প্রতিবাদে নামল সবকটি আদিবাসী সংগঠন। উত্তেজনা ছড়াল শহরে। আগুন ধরিয়ে দেওয়া হল রায়গঞ্জ বাসস্ট্যান্ডে। অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্মান দিতে হবে আদিবাসী সংস্কৃতিকে। দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। (আরও পড়ুন- প্রতিবাদ করায় সামাজিক বয়কট কালিয়াচকে)

.