ভারীবৃষ্টিতে জল থৈ থৈ পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলেছে হাওড়া পুরসভা

Updated By: Jul 24, 2017, 04:26 PM IST
ভারীবৃষ্টিতে জল থৈ থৈ পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলেছে হাওড়া পুরসভা

ওয়েব ডেস্ক: গলি হোক বা রাজপথ। কয়েকদিনের টানা বৃষ্টিতে এটাই হাওড়ার জলছবি।কোনও হাঁটু জল, কোথাও জল কোমড় পর্যন্ত। ভারীবৃষ্টিতে জল জমেছে হাওড়ার অধিকাংশ এলাকায়। হাওড়া পুরসভার কমপক্ষে ২৫টি ওয়ার্ড জলমগ্ন।কোনটা রাস্তা, কোনটা ফুটপাথ বোঝা দায়। শুধু রাস্তায় নয়। বেশ কয়েকটি এলাকায় বাড়ির ভেতরেও জল ঢুকে গেছে।গত কয়েকদিন ধরে একই অবস্থা। বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা রাস্তা। তারওপর জল জমে আরও বেহাল দশা। প্রায় হাতে করে যাতায়াত করতে হচ্ছে। অভিযোগ, রাস্তা মেরামতি বা নিকাশির দিকে নজরই নেই পুরসভার।

আরও পড়ুন সোমবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

জলে ডুবেছে পুরসভার পানীয় জলের লাইন। ফলে দুষণ এবং সংক্রমণের আশঙ্কায় ভুগছেন স্থানীয় মানুষ।একই ছবি শিবপুর, লিলুয়া, বেলুড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার। জল জমতে শুরু করেছে টিকিয়াপাড়া লেক ট্র্যাকেও। ছাড় পায়নি হাসপাতালও। টানা বৃষ্টিতে জলমগ্ন বাগনান হাসপাতাল।পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলেছে হাওড়া পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

আরও পড়ুন  কাটোয়ায় মহুয়া খুনে, স্বামী উজ্জ্বলভাস্করকে পুলিস হেফাজত ও শাশুড়িকে জেল হেফাজতের নির্দেশ

.