Mal Child Birth: কোলে সদ্যোজাত শিশু, চিত্কার করছেন মহিলা, ছুটে এল বাজারের লোকজন....

Mal Child Birth: হাটখোলার বাসিন্দা বিশাল প্রধান, রহিত সরকার বলেন, দুপুর নাগাদ এক মহিলার চিৎকার শুনে এসে দেখি, হাটের এক কোনে এক মহিলা কোলে এক শিশু নিয়ে বসে আসে। আর সাহায্য চাইছে

Updated By: Nov 9, 2024, 05:27 PM IST
Mal Child Birth: কোলে সদ্যোজাত শিশু, চিত্কার করছেন মহিলা, ছুটে এল বাজারের লোকজন....

অরূপ বসাক: শনিবার দুপুর নাগাদ মাল ব্লকের ওয়াসাবাড়ি চাবাগানের মানা লাইনের গৃহবধূ পায়েল কিস্কো(২০) প্রসব বেদনা নিয়ে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য বাড়ি থেকে রওনা দেন। ওদলাবাড়ি বাজারের হাটখোলার পাশে বাথরুম করতে গিয়ে, হাটখোলার সেডের পাশেই কন্যা সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন-রাজনৈতিক খুন নাকি পেছনে মহিলাঘটিত কারণ, পার্টি অফিসেই মিলল বিজেপি নেতার রক্তাক্ত দেহ

ওই মহিলা চিৎকার করতে থাকলে আশেপাশের দোকানদার ও মহিলারা ছুটে আসেন। এরপর হাটখোলার ২ মহিলা ইন্দু দেবি প্রসাদ, লক্ষী বড়াইক ছুটে এসে ওই গৃহবধূকে সাহায্যে জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে ওদলাবাড়ি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এবং আশাকর্মী ঘটনাস্থলে আসেন। এরপর মা এবং শিশুকে অ্যাম্বুলেন্স করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।

ওদলাবাড়ি হাসপাতালের চিকিৎসক অরিন্দম সরকার বলেন, বাচ্চা সুস্থ রয়েছে। মা'র ভাল চিকিৎসার জন্য মালবাজার হাসপাতালে রেফার করা হয়েছে। অ্যাম্বুলেন্স চালক বিকি ওড়াও, আদিত্য শা বলেন, খবর পেয়েই আমরা দুজনকেই হাসপাতালে নিয়ে এসেছি। পুলিসও সহযোগিতা করেছে।

হাটখোলার বাসিন্দা বিশাল প্রধান, রহিত সরকার বলেন, দুপুর নাগাদ এক মহিলার চিৎকার শুনে এসে দেখি, হাটের এক কোনে এক মহিলা কোলে এক শিশু নিয়ে বসে আসে। আর সাহায্য চাইছে। এরপর এলাকার কয়েকজন  মহিলা সাহায্য করে মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যায়।  

ওদলাবাড়ি বাজারের আশা কর্মি মঞ্জুলী সরকার বলেন, শনিবার দিন আমি ওদলাবাড়ি বাজার এলাকায় ডিউটি করছিলাম। খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে এসে অ্যাম্বুলেন্স করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসি। ডেলিভারির ডেট ছিল ডিসেম্বর এ। তবে তার আগেই আজ ডেলিভারি হয় যায়।  দুজনেই মোটামুটি সুস্থ রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.