ভোররাতে বিকট বিস্ফোরণ কেঁপে উঠল এলাকা, বাড়ি ভেঙে চাপা পড়ে গেলেন ৩ জন

আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। দু'কামরা বাড়ি ভেঙে চাপা পড়ে গেলেন একই পরিবারের ৩ জন।

Updated By: Jul 9, 2021, 03:09 PM IST
ভোররাতে বিকট বিস্ফোরণ কেঁপে উঠল এলাকা, বাড়ি ভেঙে চাপা পড়ে গেলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদন: আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। দু'কামরা বাড়ি ভেঙে চাপা পড়ে গেলেন একই পরিবারের ৩ জন।

শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বাণেশ্বরপুর গ্রামে।

আরও পড়ুন-Scholarship Scams: জালিয়াতির মাস্টারমাইন্ড কে? Zee ২৪ ঘণ্টার হাতে বিস্ফোরক তথ্য

এদিন ভোর তিনটে নাগাদ ওই ঘটনা ঘটে। বিস্ফোরণের দাপটে দু'কামরা মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে যান লালচাঁদ মল্লিক ও তার বাবা জামিরুল মল্লিক ও মা মাজেদা বিবি। বিস্ফোরণের শব্দ পেয়ে প্রতিবেশীর এসে তাদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন-Upper Primary Tet: নয়া নিয়োগ তালিকায় নাম না থাকার অভিযোগ, SSC ভবনে বিক্ষোভ 

প্রতিবেশীদের অভিযোগ, বাড়িতে মজুত বোমা বিস্ফোরণেই ওই ঘটনা ঘটেছে।  তবে পরিবারের লোকজনের দাবি, তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বানেশ্বরপুর গ্রামে। এই ঘটনায় বাণেশ্বরপর সহ বড়বেলুন এলাকায় ব্যাপক চাঞ্চল্য  ছড়িয়েছে ‌।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.