বঙ্গে বড় ভাঙন বিজেপির, একাধিক কর্মী, সাধারণ সম্পাদক যোগ দিল তৃণমূলে

লোকসভা নির্বাচনে হুগলিতে ব্যাপক ফল করে গেরুয়া শিবির। শুধুমাত্র হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেয়েছে। তৃণমূলের একাধিক দূর্গ কার্যত ধূলিসাত্ করে সেখানে পদ্ম ফুটেছে

Updated By: Jan 22, 2020, 04:59 PM IST
বঙ্গে বড় ভাঙন বিজেপির, একাধিক কর্মী, সাধারণ সম্পাদক যোগ দিল তৃণমূলে

নিজস্ব প্রতিবেদন:  এক ঝাঁক বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন তৃণমূল নেতা তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তিনি জানিয়েছেন, হুগলি জেলা থেকে প্রায় ৬০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছে। এর মধ্যে মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।

লোকসভা নির্বাচনে হুগলিতে ব্যাপক ফল করে গেরুয়া শিবির। শুধুমাত্র হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি ৪৬ শতাংশ ভোট পেয়েছে। তৃণমূলের একাধিক দূর্গ কার্যত ধূলিসাত্ করে সেখানে পদ্ম ফুটেছে। কোথাও আবার জোর টক্কর দিয়েছে বিজেপি। সেখানে প্রায় ৬০০ বিজেপি কর্মীর হাতছাড়া গেরুয়া শিবিরে বড়সড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ববি হাকিম আরও দাবি করেন, আসাউদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের এক কর্মীও তৃণমূলে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন- দেশে প্রথম! নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তৈরি হল মন্দির

এ প্রসঙ্গে ববি বলেন, “দেশে বেকার বাড়ছে। দারিদ্র বাড়ছে। জিডিপি কমছে। আর নজর ঘোরাতে বিজেপি এনআরসি, সিএএ-এর কথা বলছে।”  তবে, এ দিন সিএএ নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সাংবিধানিক বেঞ্চে পাঠানোর ইঙ্গিত দেওয়া হয়েছে পাশাপাশি কেন্দ্রের কাছে ৪ সপ্তাহের মধ্যে তলব করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় কিছুটা আশাহত আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে ববি বলেন, আদালতের পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করতে চাই না। বুলবুল নিয়ে কেন্দ্রকে এ দিন একহাত নেন তিনি। তাঁর কথায়, আমরা দাবি জানিয়েও এক পয়সা পায়নি। মিটিং না করে বরং টাকা ফেরত্ দিক ওরা। 

.