ভরা বসন্তে চুঁচুড়া থেকে ব্যান্ডেলের গঙ্গায় মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

স্বাদও মন্দ নয়। আর দামও সাধ্যের মধ্যে।

Updated By: Mar 3, 2020, 08:15 PM IST
ভরা বসন্তে চুঁচুড়া থেকে ব্যান্ডেলের গঙ্গায় মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিজস্ব প্রতিবেদন : অকাল বোধন হয়। অকাল বৃষ্টি হয়। অকাল ইলিশও হয়? বর্ষা এখনও ঢের দেরি। তার আগেই নদীতে ইলিশের ঝাঁক! হুগলি পাড়ের গঙ্গায় দেদার উঠছে ইলিশ।

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। কিন্তু কোনও কোনও বছর খরাও যায়। ভরা বর্ষাতেও দেখা মেলে না ইলিশের। কিন্তু বসন্তে যদি ইলিশ মেলে? তাহলে কেমন হয়? ভাবছেন, এতো অতি উত্তম প্রস্তাব। কিন্তু তা কী করে সম্ভব? সম্ভব। বসন্তেই  হুগলি পাড়ের গঙ্গায় এসে জুটেছে ইলিশের ঝাঁক। চুঁচুড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত নদীতে দেখা মিলছে গঙ্গার ইলিশের। সমস্ত বাজারেই দেদার বিকোচ্ছে এই গঙ্গা ইলিশ।

আরও পড়ুন, বিমান 'দুর্ঘটনার' হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস

আরও পড়ুন, টিউমারে ফুলে গিয়েছে মুখ, SSKM-এ কালিয়াগঞ্জের কিশোরীর চিকিৎসার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১ কেজি ওজনের ইলিশ। স্বাদও মন্দ নয়। আর দামও সাধ্যের মধ্যে। ৯০০ থেকে হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ। ঋতু চক্রে শীত পেরিয়ে চলছে বসন্ত । এরপর গ্রীষ্ম। তারপর বর্ষা। সে এখনও বহু দূর। কিন্তু তার আগেই রুপোলী শস্যে ঝকমকিয়ে উঠছে ব্যান্ডেল, চুঁচুড়ার বাজার।

.