উত্সবের মেজাজ উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনের বাড়িতে

এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন গ্রন্থন। স্মরণাতীত কালে এই প্রথম কলা বিভাগ থেকে শীর্ষে উঠলেন কেউ। ৫০০-র মধ্যে ৪৯৬ পেয়েছেন তিনি। শতাংশের নিরিখে যা ৯৯.২। সন্তান প্রথম হয়ে জেলাবাসীকে গর্বিত হওয়ার সুযোগ করে দেওয়ায় গর্বিত গ্রন্থনের বাবা-মাও।

Updated By: Jun 8, 2018, 11:07 AM IST
উত্সবের মেজাজ উচ্চ মাধ্যমিকে প্রথম গ্রন্থনের বাড়িতে

নিজস্ব প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ থেকে প্রথম হয়ে কার্যত গোটা রাজ্যকে চমকে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হতেই তাই প্রতিবেশী পরিজন ও সাংবাদিকদের ভিড় জলপাইগুড়ি জেলা স্কুলের ছাড় গ্রন্থন সেনগুপ্তের বাড়িতে। সেখানেই হলুদ জামা পরে বাবা-মা-কে পাশে নিয়ে বসলেন গ্রন্থন। তবে উচ্ছ্বাসের লেশমাত্র ছিল না তাঁর চোখেমুখে। স্মিত হাসিতে অনেক বেশি পরিণত মনে হচ্ছিল তাঁকে। 

উচ্চ মাধ্যমিকে প্রথম কলা বিভাগের পড়ুয়া, ফলে কলকাতাকে টেক্কা দিল জেলা

এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন গ্রন্থন। স্মরণাতীত কালে এই প্রথম কলা বিভাগ থেকে শীর্ষে উঠলেন কেউ। ৫০০-র মধ্যে ৪৯৬ পেয়েছেন তিনি। শতাংশের নিরিখে যা ৯৯.২। সন্তান প্রথম হয়ে জেলাবাসীকে গর্বিত হওয়ার সুযোগ করে দেওয়ায় গর্বিত গ্রন্থনের বাবা-মাও। গ্রন্থনের এই ফল কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের আরও মনোযোগি হতে সাহায্য করবে বলে আশাবাদী তাঁরা। 

 

.